Imran Khan on Army Chief Gen Asim Munir: পাকিস্তানে এখন জঙ্গলরাজ চলছে, মুনিরকে ফিল্ড মার্শাল তকমা না দিয়ে রাজা ডাকুন: ইমরান খান
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Imran Khan on Army Chief Gen Asim Munir: ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে তাঁর ভূমিকার জন্য জেনারেল মুনিরকে বৃহস্পতিবার ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। তা নিয়েই নজিরবিহীন কটাক্ষ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের।
advertisement
1/8

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখন জেলবন্দি। জেলে বসেই তীব্র ভাষায় পাকিস্তানের সেনাপ্রধানকে কটাক্ষ করে খবরের শিরোনামে ইমরান।
advertisement
2/8
ইমরান দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেছেন, পাকিস্তানে এখন 'জঙ্গলের আইন' চলছে।
advertisement
3/8
তিনি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সম্প্রতি ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার ঘটনায় কটাক্ষ করে বলেন, তাঁকে ফিল্ড মার্শালের পরিবর্তে 'রাজা'র উপাধি দেওয়া উচিত ছিল।
advertisement
4/8
ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে তাঁর ভূমিকার জন্য জেনারেল মুনিরকে বৃহস্পতিবার ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় সামরিক কর্মকর্তা হিসাবে এই পদমর্যাদা লাভ করলেন মুনির।
advertisement
5/8
আর এই ঘটনার পরেই জেলের ভেতর থেকেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষের তির ছুড়লেন ইমারান। পোস্টটিতে তিনি লেখেন, 'মাশাআল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল বানানো হল। আমার মনে হয় ওকে রাজা তকমাটা দিলে বেশি মানাতো, কারণ এখন দেশে জঙ্গল রাজ চলছে। আর জঙ্গলে তো একটাই রাজা থাকে।'
advertisement
6/8
ভারত বিদ্বেষ ও পহেলগাঁওয়ে জঙ্গি পাঠিয়ে ২৬টি নিরীহ প্রাণ কেড়ে নেওয়ার পুরস্কার হিসাবে আসিম মুনিরকে সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন শাহবাজ শরিফ।
advertisement
7/8
ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ায় জল, স্থল এবং নৌ-তিন সেনারই নিয়ন্ত্রণ চলে এসেছে মুনিরের হাতে।
advertisement
8/8
গত ৯ মে সেনাপ্রধানের হাত শক্ত করতে একটি তাৎপর্যপূর্ণ রায় দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়, এবার থেকে সেনা আদালতে সাধারণ নাগরিকদের মামলারও শুনানি করা যাবে। যার অর্থ, দেশের বিচারব্যবস্থা এবং সামরিক শক্তি পুরোটাই এখন মুনিরের হাতে।