Hurricane Nicole: ১২৫ কিমি গতিতে ঝড় আছড়ে পড়ল, তোলপাড় আবহাওয়া, রইল লেটেস্ট আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রবল ঝড়ের মুখে দাঁড়িয়ে হাজার, হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি নাসার স্বপ্নের প্রজেক্ট আর্টেমিস ১৷
advertisement
1/6

#ফ্লোরিডা: হ্যারিকেন নিকোলে বৃহস্পতিবার ভোররাত ৩ টার সময় ল্যান্ডফল করেছে ফ্লোরিডা উপকূলে৷ হ্যারিকেন সেন্টার অফ ইউনাইটেড স্টেটস -র আপডেট অনুযায়ী এই খবর জানা গেছে৷ বাহামাসকে ঝড়ের দাপটে উড়িয়ে দেওয়া হ্যারিকেন অনুযায়ী ক্যাটাগরি ১ হ্যারিকেন এটি৷ ঘণ্টায় ১২০ কিমি গতিতে ল্যান্ডফল করে৷ Photo - Reuters
advertisement
2/6
mন্যাশানাল হ্যারিকেন সেন্টারের আপডেট অনুযায়ী ঝড়ের কেন্দ্র ল্যান্ডফল করে নর্থ হাচিসন আইল্যান্ডে৷ আগেই ওয়েদার আপডেটে জানানো হয়েছিল জোরালো হাওয়া বইবে, সাংঘাতিক ঝড় আর প্রবল বৃষ্টিপাত হবে৷ Photo -Collected
advertisement
3/6
ল্যান্ডফলের পরে হ্যারিকেন নিজের শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে৷ ওয়েদার ডট কমের খবর অনুযায়ী উনবিংশ শতক থেকে আজ অবধি আমেরিকার ভূখণ্ডে ল্যান্ড করা এটা চতুর্থ হ্যারিকেন৷ এবং গত ৩৭ বছরে এটি প্রথম হ্যারিকেন৷
advertisement
4/6
এনপিআরের রিপোর্ট অনুযায়ী এই ঝড় পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে৷ আপালেচিয়ান মাউন্টেন এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা জারি রয়েছে৷ ফ্লোরিডার বিভিন্ন প্রদেশের মানুষজনকে উদ্ধার করা হবে৷ স্টেট ডিভিসনে এমার্জেন্সি ম্যানেজমেন্ট এই উদ্ধার করেছে৷
advertisement
5/6
আপৎকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা দিচে ১৬ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে ডি স্যান্টিস৷ ৬০০ ন্যাশানাল গ্রাউন্সম্যানকে কাজে লাগানো হয়েছে৷
advertisement
6/6
দ্য আর্টেমিস ১ চাঁদে পাড়ি দেওয়ার জন্য তৈরি রকেট হ্যারিকেন নিকোলের সঙ্গে লড়াই করছে৷ ক্যাটাগরি ১ হ্যারিকেন ঘণ্টায় ১২৫ কিমি গতিতেত ল্যান্ডফলের সঙ্গে নিকোল প্রতিহত করেছে৷ তবে ৪.১ বিলিয়ন ডলার মূল্যের এই রকেট প্রজেক্ট ঝড়ের মধ্যেই খোলা পড়ে রয়েছে৷ - Photo -CNN