Bangladesh vs Indian army: কলকাতা দখলের হুমকি, বাস্তবে কতটা শক্তিশালী বাংলাদেশের সেনাবাহিনী? ভারতের সঙ্গে ফারাক কতটা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বাংলাদেশিদের এই দাবির কি আদৌ কোনও সারবত্তা রয়েছে, নাকি পুরোটাই আবেগের বশে করা মন্তব্য?
advertisement
1/8

কিন্তু বাংলাদেশিদের এই দাবির কি আদৌ কোনও সারবত্তা রয়েছে, নাকি পুরোটাই আবেগের বশে করা মন্তব্য? ভারতের তুলনায় ঠিক কতটা শক্তিশালী বাংলাদেশের সামরিক বাহিনী?
advertisement
2/8
সামরিক শক্তির নিরিখে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৩৭৷ সেখানে বিশ্বের সামরিক শক্তির বিচারে চার নম্বরে রয়েছে ভারত৷
advertisement
3/8
গ্লোবাল ফায়ার পাওয়ার নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সক্রিয় সেনার সংখ্যা ১.৬৩ লক্ষ৷ সেখানে ভারতের সক্রিয় সেনার সংখ্যা ১৪.৫৫ লক্ষ৷ বাংলাদেশের সেনাবাহিনীতে কোনও রিজার্ভ সৈন্য নেই৷ সেখানে ভারতের রিজার্ভ সেনাবাহিনীর সংখ্যাই ১১.৫৫ লক্ষ৷
advertisement
4/8
বাংলাদেশের বায়ুসেনার হাতে রয়েছে মোট ২১৬টি যুদ্ধবিমান৷ সেখানে ভারতের হাতে ২২৯৬টি যুদ্ধবিমান রয়েছে৷ বাংলাদেশের বায়ুসেনার ফাইটার জেটের সংখ্যা ৪৪৷ , সেখানে ভারতের কাছে রয়েছে ৬০৬টি ফাইটার জেট৷
advertisement
5/8
বাংলাদেশিরা ভারতকে হুমকি দিলেও তাঁদের দেশের বায়ুসেনার হাতে অ্যাটাক এয়ারক্র্যাফট একটিও নেই৷ সেখানে ভারতের হাতে ১৩০টি অ্যাটাক এয়ারক্র্যাফট রয়েছে৷ ভারতীয় বায়ুসেনার কাছে রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে৷
advertisement
6/8
বাংলাদেশের কাছে ৭৩টি হেলিকপ্টার থাকলেও একটিও অ্যাটাক হেলিকপ্টার নেই৷ সেখানে ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে ৮৬৯টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ৪০টি৷
advertisement
7/8
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে ৩২০টি, সেখানে ভারতের হাতে রয়েছে ৪৬১৪টি ট্যাঙ্ক৷ বাংলাদেশের কাছে থাকা কামানের সংখ্যা ৪৬৪৷ সেখানে ভারতের কাছে রয়েছে ৩৩৮৩টি কামান৷
advertisement
8/8
বাংলাদেশের কাছে থাকা রকেটের সংখ্যা ৭১, সেখানে ভারতের হাতে রয়েছে ৭০২টি রকেট৷ বাংলাদেশের কাছে সাবমেরিন রয়েছে মাত্র দুটি, ভারতের সাবমেরিনের সংখ্যা ১৮৷