Hilsa: ৮০০ টাকায় দেড় কিলোর ইলিশ...! শয়ে শয়ে রূপালী শস্য জালে! মণ মণ ইলিশের দাম উঠল কত?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hilsa: ইলিশ মানেই কব্জি ডুবিয়ে মাছ ভাত। ইলিশ মানেই সর্ষে ইলিশ, ভাপা থেকে পাতুরির সুগন্ধ। কিন্তু দামের তুলনায় যোগান কম হাওয়ায় ফি বছর ইলিশের আকাশ ছোঁয়া বাজারে গেলেই মন খারাপ করে চলে আসতে হয়।
advertisement
1/12

বর্ষা মানেই টিপটিপ থেকে ঝমঝম বৃষ্টি। আর বাঙালির কাছে বর্ষা মানেই ইলিশ। বলতেই বলে মাছে-ভাতে বাঙালি। আর বাঙালির মৎস্যবিলাসের তো কোনও সীমা নেই। আর সেই মাছ যদি হয় ইলিশ, তবে তো কথাই নেই।
advertisement
2/12
ইলিশ মানেই কব্জি ডুবিয়ে মাছ ভাত। ইলিশ মানেই সর্ষে ইলিশ, ভাপা থেকে পাতুরির সুগন্ধ। কিন্তু দামের তুলনায় যোগান কম হাওয়ায় ফি বছর ইলিশের আকাশ ছোঁয়া বাজারে গেলেই মন খারাপ করে চলে আসতে হয়।
advertisement
3/12
ইতিমধ্যেই বাংলার বাজারে ইলিশের আকাল। কারণ বাংলার সমস্ত ইলিশ চলে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশেই নাকি জালে উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এক্ষেত্রে বাংলায় ইলিশের দাম যে আরও বাড়তে চলেছে তা নিঃসন্দেহে।
advertisement
4/12
সম্প্রতি বাংলাদেশের কক্সবাজার থেকে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়। আবারও মণ মণ ইলিশ ধরা পরল বাংলাদেশের জেলেদের কাছে। প্রচুর পরিমাণে ইলিশ পাওয়ার পরে পটুয়াখালী জেলেদের মুখে চওড়া হাসি।
advertisement
5/12
ট্রলার ভর্তি করে ১২০ মণ ইলিশ উঠেছে। গত ১৬ আগস্ট সন্ধ্যার পরে এমন ঘটনা ঘটে। যার ফলে ঘাটের ধারে আড়তদারদের একবারে ব্যস্ততা তুঙ্গে লেগে যায় মাছগুলোকে ট্রাক বোঝাই করে পাঠানো হচ্ছে আড়ৎদারদের।
advertisement
6/12
৬০ মণ ইলিশ ২২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ১১ ট্রলার ভরে প্রচুর প্রচুর ইলিশ ধরা পড়েছে যার মূল্য জানা যাচ্ছে প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা।
advertisement
7/12
ওপার বাংলার পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষও এতটাই কম দামে ইলিশ পাওয়া যাবে এবং এতটাই ইলিশের যোগান পাওয়া যাবে।
advertisement
8/12
কিছুদিন আগে কক্সবাজারের উপকূলের কাছে প্রায় সাত হাজারেরও বেশি ইলিশ ধরা পড়েছে গত রবিবার। এর জন্য লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন বাংলাদেশের ট্রলারের মালিকেরা।
advertisement
9/12
৭ দিনে কম বেশি করে প্রায় দু হাজার একশো মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে বাংলাদেশে। জানিয়েছেন বাংলাদেশ মৎস্য দফতর। সপ্তাহখানেক আগে বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিল এক ব্যক্তির টলার। তিনি বাংলাদেশের কক্সবাজারের পেশকার পাড়ার বাসিন্দা। ট্রলারে ছিলেন ২১ জন জেলে।
advertisement
10/12
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কক্সবাজার থেকে সমুদ্রে মাত্র ৮০ কিলোমিটার দূর থেকেই মিলেছে সাত হাজারেরও বেশি ইলিশ। এই ইলিশ মাছ বিক্রি করে বাংলাদেশী মুদ্রায় আয় হয়েছে প্রায় ৫২ লক্ষ টাকা।
advertisement
11/12
এই ইলিশগুলির ওজন মোটামুটি দেড় কিলো থেকে ৮০০ গ্রাম ওজনের মধ্যেই ছিল। সেই ইলিশের দাম প্রায় সাড়ে ৮০০ টাকা পর্যন্ত পৌঁছেছিল। তবে আবারও সেই বাংলাদেশের মাটিতেই কিন্তু ইলিশের দাম কমছে ।
advertisement
12/12
কিন্তু কবে ভাগ্য খুলবে এই বাংলার মৎস্যজীবীদের? এই বাংলার বাঙালির পাতে ঢালাও রুপালি শস্য আসবে কবে? অপেক্ষায় মৎস্যপ্রেমী মানুষ।