TRENDING:

Capybaras Attack In Argentina: বিশ্বের সবচেয়ে বড় ইঁদুরের উত্পাতে তছনছ আস্ত শহর, মানুষের উপর প্রতিশোধ?

Last Updated:
Capybaras Attack In Argentina: আকারে চার ফিট। ওজনে প্রায় ৮০ কেজি। এত বড় ইঁদুর দেখে আঁতকে উঠছে সেই শহরের মানুষ।
advertisement
1/5
বিশ্বের সবচেয়ে বড় ইঁদুরের উত্পাতে তছনছ আস্ত শহর, মানুষের উপর প্রতিশোধ?
নরডেল্টা শহর। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস থেকে এই শহরের দূরত্ব খুব বেশি নয়। শান্ত, নিরুপদ্রব পরিবেশ সেখানে। তবে গত কয়েকদিন ধরে এই সুন্দর শহর বিশ্বের সবচেয়ে বড় ইঁদুরের উত্পাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। গোটা শহর তছনছ করছে ইঁদুরের দল।
advertisement
2/5
ক্যাপিবরাস (Capybaras) নামের সেই ইঁদুর আকারে অনেক বড়। গোটা শহর নোংরা করছে ইঁদুরের দল। গবাদি পশুদের উপর আক্রমণ করছে। কোথাও আবার এই ইঁদুরের জন্য পথ দুর্ঘটনাও হয়েছে বলে খবর। এত বড় আকারের ইঁদুর রাস্তায় দেখে অনেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছেন।
advertisement
3/5
এমনিতে ক্যাপিবরাস প্রজাতির ইঁদুর হিংস্র নয়। মানুষ বা অন্য প্রাণীর উপর আক্রমণ করে না. তবে নরডেল্টা শহরে এই ইঁদুর যেন প্রকৃতিবিরুদ্ধ কাজই করছে। গোটা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ইঁদুরের দল। মানুষের বাড়িতেও ঢুকে পড়ছে অবাধে।
advertisement
4/5
এই প্রজাতির ইঁদুরের আকার প্রায় চার ফিট। ওজন প্রায় ৮০ কেজি পর্যন্ত হতে পারে। নরডেল্টায় জনসংখ্যা প্রায় ৪০ হাজার। শহরের বিভিন্ন প্রান্তে অবাধে ঘুরে বেড়াচ্ছে ইঁদুরের দল। মানুষের ব্যাপক ক্ষতিও করছে।
advertisement
5/5
পরিবেশবিদদের একাংশ বলছে, নরডেল্টা শহরে এক সময় এই প্রজাতির ইঁদুরের বাস ছিল। কিন্তু নগরায়ণের ফলে তাদের বাসস্থান ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই নিজেদের বাসস্থান ফেরত পেতেই তাদের এই উপদ্রব। কখনও মানুষের সাজানো বাগানের ক্ষতি করছে এই ইঁদুরের দল। কখনও আবার কুকুর, বেড়ালকে কামড়াচ্ছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Capybaras Attack In Argentina: বিশ্বের সবচেয়ে বড় ইঁদুরের উত্পাতে তছনছ আস্ত শহর, মানুষের উপর প্রতিশোধ?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল