ফের তেজস্ক্রিয় বিকিরণ শুরু হবে চেরনোবিলে? ভয় দেখাচ্ছে দাবানলের গতি
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
১৯৮৬ সালের চেরনোবিল বিস্ফোরণ মানব সভ্যতা ভোলেনি। বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া পারমানবিক তেজস্ক্রিয়ায় মৃত্যু হয় কয়েক হাজার মানুষের। পরিত্যাক্ত হয় শহরটি। সম্প্রতি ইউ্ক্রেনের বনাঞ্চলে দাবানল আরও একবার মনে করাচ্ছে সেই স্মৃতি।আশঙ্কা বাড়ছে পারমানবিক বিস্ফোরণের।
advertisement
1/6

ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে ধেয়ে আসছে দাবানল।
advertisement
2/6
আগুন নেভাতে কাজ করছে বিরাট দমকলবাহিনী।
advertisement
3/6
কিন্তু বাধ সাধছে বাতাস। এদিনেও বাতাসের ধাক্কায় আগুনের লেলিহান শিখা অনেকটা এগিয়ে গিয়েছে।
advertisement
4/6
অনেকেই আশঙ্কা করছেন এই দাবানলের গতি যদি রোধ না করা যায় তবে আরও বড় বিপদের সম্মুখীন হতে পারে ইওরোপ।
advertisement
5/6
কারণ গোটা ইওরোপে সেক্ষেত্রে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে।
advertisement
6/6
চেরনোবিলের এই দাবানল চেরনোবিল বিস্ফোরণের সাক্ষী পরিত্যাক্ত শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে রয়েছে।