এক কিশোরের মুখে থুতু ছিটিয়ে, গ্রেফতার ফ্লোরিডার করোনা আক্রান্ত ব্যক্তি !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বাচ্চাটির মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে থুতু ছিটিয়ে দেয় সে। এবং বলে, 'আমার করোনা পজিটিভ। এবার তোমারও হোক।'
advertisement
1/4

দেশজুড়ে শুধু নয়, গোটা বিশ্বজুড়েই চলছে করোনাভাইরাসের আতঙ্ক ! এই সময় করোনা থেকে বাঁচতে মানুষকে সবসময় সতর্কতা মেনে চলতে বলা হচ্ছে। বাড়ির বাইরে বেরোলে মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। তাছাড়া বার বার ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার। চোখে, মুখে হাত দেওয়া বন্ধ করতে হবে। একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু এই মুখে মাস্ক পরাতেই আপত্তি ফ্লোরিডার এক ব্যক্তির। photo source collected
advertisement
2/4
সে নিজে তো মুখে মাস্ক পরেইনি। কাউকে পরতে দেখলেই রেগে যাচ্ছে। তবে রাগের বশে সে এমন এক কাণ্ড ঘটিয়েছে, যার জন্য তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। photo source collected
advertisement
3/4
ফ্লোরিডার একটি রেস্তোরাঁতে যায় এই বছর ৪৭-এর ব্যক্তি। সেখানে একটি ছোট ছেলে খাবার টেবিলে বসে ছিল। তার মুখে মাস্ক পরা ছিল। এই বাচ্চা ছেলেটিকে দেখেই মুখের মাস্ক খুলতে বলেন ওই ব্যক্তি। কিন্তু বাচ্চাটি তা মানতে না চাওয়ায়, সে নিজেই টেনে খুলে দেয় মাস্ক। photo source collected
advertisement
4/4
বাচ্চাটির মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে থুতু ছিটিয়ে দেয় সে। এবং বলে, 'আমার করোনা পজিটিভ। এবার তোমারও হোক।' এই ঘটনায় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাঁকে গ্রেফতার করে। জানা গিয়েছে ওই সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। photo source collected