TRENDING:

Fitness Influencer Larissa Borges Dies: মাত্র ৩৩ বছর বয়সে থামল জীবন! প্রাণ হারালেন জনপ্রিয় ইনস্টা সুন্দরী

Last Updated:
Fitness Influencer Larissa Borges Dies: গ্রামাডো ভ্রমণের সময় তিনি ২০ অগাস্ট দুটি হৃদরোগে আক্রান্ত হন। সোমবার হাসপাতালে ভর্তির পর কোমায় চলে যান তিনি
advertisement
1/11
মাত্র ৩৩ বছর বয়সে থামল জীবন! প্রাণ হারালেন জনপ্রিয় ইনস্টা সুন্দরী
মাত্র ৩৩ বছর বয়সেই প্রয়াত হলেন ব্রাজিলিয়ান ফিটনেস ইনফ্লুয়েন্সার ল্যারিসা বরগেস। ইনস্টাগ্রামে তাঁর ৩৩ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
2/11
তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ফিটনেস, ফ্যাশন এবং ভ্রমণ সম্পর্কে আপডেট করতেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয়তা ছিল তাঁর। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
3/11
গ্রামাডো ভ্রমণের সময় তিনি ২০ অগাস্ট দুটি হৃদরোগে আক্রান্ত হন। সোমবার হাসপাতালে ভর্তির পর কোমায় চলে যান তিনি। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
4/11
জীবন-মৃত্যুর লড়াই চলে এক সপ্তাহ ধরে। অবশেষে সোমবার ২৮ অগাস্ট তিনি মারা যান। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
5/11
মৃত্যুর এক সপ্তাহ আগে ল্যারিসা ছবি শেয়ার করতে গিয়ে তিনি লিখেছিলেন, 'আমি আগামীকালকে বিশ্বাস করতে পারি।' (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
6/11
ল্যারিসার মৃত্যুর খবর জানান তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, 'আমাদের প্রিয় কন্যা সর্বদা সুখী থাকুন।'(ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
7/11
বলা হচ্ছে, গ্র্যামাডো ভ্রমণের সময় অ্যালকোহলের পাশাপাশি অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হন লরিসা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
8/11
তবে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে এবং ল্যাবে তাঁর খাবার পরীক্ষা করা হচ্ছে। তখনই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।(ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
9/11
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো কোমায় চলে গিয়েছিলেন লরিসা। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
10/11
কিন্তু এরপর ২৮শে অগাস্ট সোমবার আরেকটি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর পরিবার ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে এই খবরটি জানিয়েছে। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
11/11
পরিবারের সদস্যরা পোস্টটি শেয়ার করে লিখেছেন, 'এত অল্প মাত্র ৩৩ বছর বয়সে, পরিবার থেকে এমন একজন প্রিয় ব্যক্তিকে হারানোর বেদনা অপরিসীম, আমাদের হৃদয় ভেঙে গেছে, এই ক্ষতি অপূরণীয়।' (ছবি সৌজন্যে- lariborgesx)
বাংলা খবর/ছবি/বিদেশ/
Fitness Influencer Larissa Borges Dies: মাত্র ৩৩ বছর বয়সে থামল জীবন! প্রাণ হারালেন জনপ্রিয় ইনস্টা সুন্দরী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল