Fitness Influencer Larissa Borges Dies: মাত্র ৩৩ বছর বয়সে থামল জীবন! প্রাণ হারালেন জনপ্রিয় ইনস্টা সুন্দরী
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Fitness Influencer Larissa Borges Dies: গ্রামাডো ভ্রমণের সময় তিনি ২০ অগাস্ট দুটি হৃদরোগে আক্রান্ত হন। সোমবার হাসপাতালে ভর্তির পর কোমায় চলে যান তিনি
advertisement
1/11

মাত্র ৩৩ বছর বয়সেই প্রয়াত হলেন ব্রাজিলিয়ান ফিটনেস ইনফ্লুয়েন্সার ল্যারিসা বরগেস। ইনস্টাগ্রামে তাঁর ৩৩ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
2/11
তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ফিটনেস, ফ্যাশন এবং ভ্রমণ সম্পর্কে আপডেট করতেন। সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয়তা ছিল তাঁর। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
3/11
গ্রামাডো ভ্রমণের সময় তিনি ২০ অগাস্ট দুটি হৃদরোগে আক্রান্ত হন। সোমবার হাসপাতালে ভর্তির পর কোমায় চলে যান তিনি। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
4/11
জীবন-মৃত্যুর লড়াই চলে এক সপ্তাহ ধরে। অবশেষে সোমবার ২৮ অগাস্ট তিনি মারা যান। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
5/11
মৃত্যুর এক সপ্তাহ আগে ল্যারিসা ছবি শেয়ার করতে গিয়ে তিনি লিখেছিলেন, 'আমি আগামীকালকে বিশ্বাস করতে পারি।' (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
6/11
ল্যারিসার মৃত্যুর খবর জানান তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, 'আমাদের প্রিয় কন্যা সর্বদা সুখী থাকুন।'(ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
7/11
বলা হচ্ছে, গ্র্যামাডো ভ্রমণের সময় অ্যালকোহলের পাশাপাশি অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হন লরিসা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
8/11
তবে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে এবং ল্যাবে তাঁর খাবার পরীক্ষা করা হচ্ছে। তখনই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।(ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
9/11
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো কোমায় চলে গিয়েছিলেন লরিসা। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
10/11
কিন্তু এরপর ২৮শে অগাস্ট সোমবার আরেকটি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর পরিবার ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে এই খবরটি জানিয়েছে। (ছবি সৌজন্যে- lariborgesx)
advertisement
11/11
পরিবারের সদস্যরা পোস্টটি শেয়ার করে লিখেছেন, 'এত অল্প মাত্র ৩৩ বছর বয়সে, পরিবার থেকে এমন একজন প্রিয় ব্যক্তিকে হারানোর বেদনা অপরিসীম, আমাদের হৃদয় ভেঙে গেছে, এই ক্ষতি অপূরণীয়।' (ছবি সৌজন্যে- lariborgesx)