TRENDING:

উইলিয়াম ও কেটের তৃতীয় সন্তানকে ঘিরে হইচই রাজবাড়িতে, দেখে নিন ব্রিটেনের নতুন রাজকুমারের ছবি

Last Updated:
advertisement
1/8
উইলিয়াম ও কেটের তৃতীয় সন্তানকে ঘিরে হইচই রাজবাড়িতে, দেখে নিন ব্রিটেনের নতুন রাজকুমারের  ছবি
সোনার চেনে সবুজ হিরে। পুতির মুখ দেখলেন রানি। উইলিয়াম ও কেটের তৃতীয় সন্তানকে ঘিরে হইচই রাজবাড়িতে। কী হবে নতুন রাজকুমারের নাম ? বুকিদের বাজি আর্থার।
advertisement
2/8
যুবরানি ক্যাথরিন মিডলটন ওরফে কেটকে নিয়ে বেরিয়ে এলেন যুবরাজ উইলিয়াম। কিন্তু কে দেখতে চায় তাঁদের ? সবার আকর্ষণ একজনকে ঘিরেই। মায়ের কোলে তোয়ালে মোড়া।
advertisement
3/8
চোখ ফোটার আগেই দুনিয়ার চোখ শুধুমাত্র তার দিকেই। বারে বারে ফোন আসছে সেন্ট মেরি হাসপাতালে। ফোনটা আসছিল রাজবাড়ি থেকে। আসলে অধৈর্য হয়ে পড়ছিলেন রানি।
advertisement
4/8
এই ৯২ তেও পুতির মুখ দেখার জন্য ছটফট করছিলেন দ্বিতীয় এলিজাবেথ। ফটো সেশন শেষ করে নতুন রাজকুমার চলল রাজবাড়িতে। ততক্ষণে গোটা ইংল্যান্ড জানে কেটের কোলে নতুন পুত্র সন্তানের জন্মের কথা।
advertisement
5/8
৬২ তোপে রাজকুমারের রাজকীয় বরণ। রাজবাড়ির অন্দরের খবর, পুতির মুখ দেখে আপ্লুত রানি। কয়েকদিন আগেই অর্ডার দিয়ে বানিয়েছিলেন সবুজ রঙের হিরের লকেট। সোনার চেন দিয়ে তা নাকি পরিয়ে দিয়েছেন পুতির গলায়।
advertisement
6/8
জ্যোতিষ মতে, সূর্য-চন্দ্রের বিধানে নতুন রাজকুমারের ঠিকুজি মিলছে ঠাকুরদা যুবরাজ চালর্স আর প্রপিতামহী রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে। নতুন রাজকুমারের জন্য চব্বিশ ঘণ্টার ন্যানি ঠিক করা হয়েছে। শুধুমাত্র তার খাবারের জন্য নতুন রান্নার লোকও কাজ শুরু করেছেন। কী হবে যুবরাজের নাম ? মুখে কুলুপ রাজবাড়ির।
advertisement
7/8
তবে বুকিদের দরে এগিয়ে আর্থার। দৌড়ে আছে জেমস, ফিলিপ এবং অ্যালবার্ট। প্রশ্ন হচ্ছে, সিংহাসনের দৌড়ে নতুন কুমার কত নম্বরে ২০১৩ পর্যন্ত আইনে এগিয়ে ছিলেন দিদি শার্লট।
advertisement
8/8
কিন্তু নতুন আইনে দিদিকে পিছনে ফেলে দিল সে। সে সব নিয়ে এখন কোনও ভাবনাই নেই রাজবাড়ির। কারণ সামনেই হ্যারির বিয়ে। তার আগে নতুন পুতির নামকরণ। বড়ই ব্যস্ত রানি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
উইলিয়াম ও কেটের তৃতীয় সন্তানকে ঘিরে হইচই রাজবাড়িতে, দেখে নিন ব্রিটেনের নতুন রাজকুমারের ছবি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল