Fifa world cup 2030: সারমেয় নিধন করে বিশ্বকাপের প্রস্তুতি! মরক্কোয় চলছে নৃশংস হত্যালীলা, নিন্দা বিশ্বজুড়ে
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
২০৩০ সালে অভিনব কায়দায় ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চলেছে মোট ছ'টি দেশ। ওই বছর ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে মরক্কো, উরুগুয়ে এবং পর্তুগালকে।
advertisement
1/9

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের মূল দায়িত্বে রয়েছে উরুগুয়ে, মরক্কো এবং পর্তুগাল। প্রথম দিকের কিছু ম্যাচ হবে উরুগুয়ে, মরক্কো এবং পর্তুগালে। প্রতীকী ছবি।
advertisement
2/9
১৯৩০ সালে প্রথম বার ফুটবল বিশ্বকাপে আয়োজিত হয়। সেই কথা মাথায় রেখেই ১০০ বছর আগে উরুগুয়ের মাটিতেই হয়েছিল প্রথম বিশ্বকাপ। সেই কারণেই ২০৩০ সালে উরুগুয়েতে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। প্রতীকী ছবি
advertisement
3/9
১৯৩০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। সেই কারণেই মেসির দেশেও ২০৩০ সালে হবে বিশ্বকাপের ম্যাচ। বিশ্বকাপে আয়োজক দেশগুলির নাম ঘোষণা করে জানানো হয়েছিল, ২০৩০ সালের বিশ্বকাপে মরক্কো, স্পেন এবং পর্তুগালকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিশ্বকাপের ১০০ বছর স্মরণীয় করে রাখতে ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। প্রতীকী ছবি
advertisement
4/9
বিশ্বকাপ আসতে এখনও পাঁচ বছর বাকি। তবে তার অনেক আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আয়োজক দেশগুলিতে। বিশ্বকাপের আয়োজক দেশ হিসাবে কোনও ধরনের ত্রুটি রাখতে উঠেপড়ে লেগেছে তাঁরা। প্রতীকী ছবি
advertisement
5/9
বিশ্বকাপেরই অঙ্গ হিসাবে বিশ্বকাপের আগে শহরগুলিকে 'পরিষ্কার' করার জন্য ৩০ লক্ষ পথকুকুরকে নিধনের পরিকল্পনাও নাকি করে ফেলেছে, সূত্রের খবর এমনই! উত্তর আফ্রিকার এই খবরেই চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে বিতর্ক। প্রতীকী ছবি
advertisement
6/9
কুকুর নিধন যজ্ঞের পরিকল্পনায় বিশ্বব্যাপী প্রাণী অধিকার কর্মীদের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্য মরক্কো। পাশাপাশি, পশুপ্রেমীদের একাংশের অভিযোগ, পরিকল্পনা সফল করতে নাকি মরক্কোয় ইতিমধ্যেই মেরে ফেলা হয়েছে কয়েক হাজার পথ কুকুর! প্রতীকী ছবি
advertisement
7/9
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিখ্যাত সংরক্ষণবাদী এবং প্রাণী অধিকার নিয়ে লড়াই করা আইনজীবী জেন গুডঅল এই বিষয়ে ফিফার সেক্রেটারি ম্যাটিয়াস গ্রাফস্ট্রমকে চিঠি লিখেছেন তিনি। প্রতীকী ছবিশুধু জেনই নয়, কুকুর নিধন যজ্ঞ ঠেকাতে আসরে নেমেছে বেশ কয়েকটি প্রাণী অধিকার এবং সুরক্ষা নিয়ে কাজ করা বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। প্রতীকী সংস্থা
advertisement
8/9
সংবাদমাধ্যম সূত্রে খবর, পথকুকুরগুলিকে 'স্ট্রাইকাইন' বিষ দিয়ে হত্যা করা হচ্ছে। বিষপ্রয়োগ ছাড়াও কখনও গুলি করে সেই কাজ করছেন। প্রতীকী ছবি
advertisement
9/9
সেই ‘হত্যালীলা’ অতি শীঘ্র বন্ধ করার জন্য অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছে পশুপ্রেমী সংস্থাগুলি। সংস্থাগুলি এই বিষয়েও সতর্ক করেছে যে, এই গোটা প্রক্রিয়াটি বন্ধ না করা গেলে ভাবমূর্তি নষ্ট হতে পারে ফিফারই। কলঙ্কিত হতে পারে ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। প্রতীকী ছবি