TRENDING:

Extra Marital Affair: বিয়ে নয়, শুধু বিবাহিত পুরুষদের সঙ্গে 'পরকীয়াতেই' মন এই মহিলার... কারণ শুনলে চমকে যাবেন!

Last Updated:
Extra Marital Affair: ইংল্যান্ডের বাসিন্দা গুইনেথ লি এমন একজন মহিলা যাকে তাঁর প্রেমিকের স্ত্রীরা কিন্তু নিজেরাই ডেকে পাঠান (Viral)।
advertisement
1/7
বিয়ে নয়, শুধু বিবাহিত পুরুষদের সঙ্গে 'পরকীয়াতেই' মন এই মহিলার! কেন জানেন?
আসছে ফেব্রুয়ারি মাস। আর সেই মাসেই প্রেম দিবস। বিশেষ এই দিনে প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রেমময় সঙ্গীর সঙ্গে সময় কাটাতে চান। সুন্দর দামি উপহার, ফুল, পার্টি, সারপ্রাইজ এবং আরও অনেক কিছু প্রত্যেকেই কম-বেশি আশা করেন এই বিশেষ দিনে। কিন্তু এমন একজন নারী আছেন যাঁকে এসবের জন্য কোনও বিশেষ দিনের অপেক্ষা করতে হয় না।
advertisement
2/7
তাঁর জন্য প্রতিটি দিনই ভ্যালেন্টাইন্স ডে। কারণটি হল তাঁর অগণিত ভক্ত ও অনুরাগী! যাঁরা প্রায় প্রতিদিনই তাঁকে উপহার, চমকে ভরিয়ে দেওয়ার পাশাপাশি দামি ট্যুর প্যাকেজে বেড়ানো ইত্যাদির জন্য নিয়ে যেতে একদম এক পায়ে খাঁড়া! মহিলা তাঁর প্রেমিকদের আদর-আহ্লাদে এমন একটি বিলাসবহুল জীবনযাপন করছেন যা খুব কমই কেউ আশা করেন।
advertisement
3/7
ইংল্যান্ডের বাসিন্দা গুইনেথ লি এমন একজন মহিলা যাকে তাঁর প্রেমিকের স্ত্রীরা কিন্তু নিজেরাই ডেকে পাঠান। স্বামীর অবস্থার কথা জানান। এমনকি নিজেরাই তাঁদের স্বামীর সঙ্গে সময় কাটানোর জন্য লি-কে চাপও দেন। গুইনেথ, যিনি নিজেকে একজন 'সিরিয়াল প্রতারক' বলছেন, তাঁর কথায় তিনি কখনও কারও স্বামীর সঙ্গে থাকার জন্য অনুশোচনা করেননি। কারণ অনেক সময় সেইসব পুরুষদের স্ত্রীরা তার বন্ধু হয়ে যান।
advertisement
4/7
৪৯ বছর বয়সি গুইনেথ লি লন্ডন এবং ক্যালিফোর্নিয়ার মধ্যে ঘোরাফেরা করেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, কীভাবে একবার সম্পূর্ণ নেশাগ্রস্ত এক নারী তাঁকে ফোন করে জানান যে তাঁর স্বামীর ফোনে তাঁর নম্বর পাওয়া গিয়েছে। "আমার উপর রাগ করার পরিবর্তে, মহিলা আমাকে তাঁর স্বামী এবং তাঁর সঙ্গে সময় কাটানোর জন্য আমন্ত্রণ জানান। যদিও অনেক মহিলা তাঁকে আড়ালে স্বামী চোর নামেও ডাকেন। কিন্তু তাতে লির কিছু যায় আসে না। তিনি বিবাহিত দম্পতিদের সম্পর্ক বাঁচিয়ে রাখতে সাহায্য করেন বলেই দাবি তাঁর।
advertisement
5/7
লির মতে, যেসব পুরুষ তাদের বিয়ে নিয়ে বিরক্ত হতে শুরু করেন। না চাইলেও ঘরের বাইরে নতুন সম্পর্ক জড়িয়ে যেতে ইচ্ছে করে তাঁদের। তাঁর সংস্পর্শে এসে তারা কিছুটা স্বস্তি পান। আর এই ধরণের ব্যক্তিদের সঙ্গে পরকীয়া করেই নাকি তাঁদের বিবাহকে ভেঙে যাওয়া থেকে বাঁচান লি।
advertisement
6/7
ওই পুরুষরাও সহজেই তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান কারণ তিনি মোটেই বিয়ে করার দাবি জানিয়ে বসেন না কাউকে। উল্টে লি ঐসব পুরুষদের 'এক্সট্রা ম্যারিটাল প্রেমিকা' হয়েই থাকতে চান। এমতাবস্থায় ওই পুরুষরাও আর তাঁদের বিবাহিত সম্পর্ক ভেঙে স্ত্রীদের ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেন না। সেই কারণে পরিবারটিও সুখে থাকে।
advertisement
7/7
লি জানান, "আমার প্রেমিকদের অনেকের স্ত্রীরাও আমাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের ঘর ভাঙার হাত থেকে বাঁচানোর জন্য। তাই এই ভূমিকা নেওয়ার জন্য আমার কোনও অনুশোচনাও নেই।"
বাংলা খবর/ছবি/বিদেশ/
Extra Marital Affair: বিয়ে নয়, শুধু বিবাহিত পুরুষদের সঙ্গে 'পরকীয়াতেই' মন এই মহিলার... কারণ শুনলে চমকে যাবেন!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল