TRENDING:

অপরাধীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে জেল!

Last Updated:
advertisement
1/8
অপরাধীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে জেল!
কোথাও বাড়ছে ক্রাইম তো কোথাও দেখা নেই ক্রাইমের। এটাই হল গোলক ধাঁধাঁ। ইউরোপে এমন এক দেশ রয়েছে যেখানে জেলে পাঠানোর জন্য কোনও অপরাধীকেই খুঁজে পাওয়া যায় না। বিশ্বাস করতে না পারলেও এটাই সত্যি। এখানকাজ সব জেলই থাকে খালি। photo source collected
advertisement
2/8
বছরের পর বছর সারা দুনিয়া জুড়ে কত মানুষই জেল খাটছেন। কিন্তু নেদারল্যান্ডসে জেলে পাঠানোর মতই কেউ নেই। এখানে ১ কোটি ৭১ লক্ষ ৩২ হাজার মানুষ বাস করেন। অথচ এই দেশে হয় না অপরাধ। photo source collected
advertisement
3/8
২০১৬তে একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছিল যে, নেদারল্যান্ডসের ন্যায় মন্ত্রক বলেছিল, আগামী ৫ বছরের প্রত্যেক বছর অপরাধের মাত্রা কম করা হবে। এখন এমন অবস্থা যে কেউই আর অপরাধ করছেন না। photo source collected
advertisement
4/8
২০১৬তে একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছিল যে, নেদারল্যান্ডসের ন্যায় মন্ত্রক বলেছিল, আগামী ৫ বছরের প্রত্যেক বছর অপরাধের মাত্রা কম করা হবে। এখন এমন অবস্থা যে কেউই আর অপরাধ করছেন না। photo source collected
advertisement
5/8
নেদারল্যান্ডের জেলগুলো বন্ধই পড়ে আছে। বলা হচ্ছে এই দেশ সবচেয়ে শান্তির। photo source collected
advertisement
6/8
জেল গুলো বন্ধ হয়ে যাওয়ায় এটাও প্রমানিত হয়েছে যে এই দেশে সবাই এক নীতি মেনে চলে। এখানকার সরকার এক তাদের চিন্তা ধারাও এক। photo source collected
advertisement
7/8
এখানে খালি জেলে অন্য দেশ থেকে অপরাধীদের এনে রাখা হয় যাতে তারা নিজেদের জেল গুলোকে চালাতে পারে। নরওয়ে থেকে অপরাধীদের আনা হত। photo source collected
advertisement
8/8
এখানকার জেলে যারা থাকে তাদের ইলেকট্রনিকস যন্ত্রের মাধ্যমে নজর রাখা হয়। যদি কোনও কয়েদি সীমার বাইরে চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে সিগনাল চলে আসে! photo source collected
বাংলা খবর/ছবি/বিদেশ/
অপরাধীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে জেল!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল