TRENDING:

El Nino Effect: রাক্ষুসে ‘এল নিনো’ গিলে খেল বলে! ফেব্রুয়ারিতেই উঠবে ত্রাহি-ত্রাহি রব, দেখুন ভয়ানক আপডেট

Last Updated:
El Nino Effect: ‘এল নিনো’-এর প্রভাবে মারাত্মক পরিস্থিতি হতে চলেছে বিশ্বজুড়ে৷ আর সেই প্রভাব থেকে বাদ থাকবে না এই দেশ বা রাজ্যও৷
advertisement
1/9
রাক্ষুসে ‘এল নিনো’ গিলে খেল বলে! ফেব্রুয়ারিতেই উঠবে ত্রাহি-ত্রাহি রব, দেখুন
আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হয়েছিল আগেই, ফেব্রুয়ারি আসতেই দেখা গেল, সেই আশঙ্কা মিথ্যা নয়৷ ‘এল নিনো’-এর প্রভাবে মারাত্মক পরিস্থিতি হতে চলেছে বিশ্বজুড়ে৷ আর সেই প্রভাব থেকে বাদ থাকবে না এই দেশ বা রাজ্যও৷
advertisement
2/9
বছরের সবচেয়ে ছোট মাসের মাঝামাঝি পর্যায়ে এখনও পর্যন্ত পৌঁছানো গিয়েছে, কিন্তু তাতেই পরিস্থিতি ক্রমে আরও কঠিন হচ্ছে৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে অত্যন্ত গরমের খবর আসছে৷ অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে৷
advertisement
3/9
শেষ সাত দিন ধরে সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে৷ অসহ্য গরমের মধ্যেও রয়েছে সাইক্লোনের আশঙ্কাও৷ সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে বার হচ্ছে৷ বোঝা যাচ্ছে, এ বারের গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বাড়তে পারে৷
advertisement
4/9
বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর তাপমাত্রা অত্যাধিক দ্রুত গতিতে বাড়ছে৷ একদিকে সাধারণ মানুষের হাতে তৈরি একাধিক কারণ, পাশাপাশি ‘এল নিনো’-এর মারণ প্রভাব এই পরিস্থিতিতে আরও ঘোরালো করে তুলেছে৷
advertisement
5/9
সমুদ্র বিজ্ঞানের গবেষক জোয়েল হিরসচি বলেছেন, যে ভাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছিল, তাতে বিগত বছরগুলির রেকর্ড ভেঙেছিল ২০২৩ সালেই৷ মনে করা হচ্ছে, এই বছর অর্থাৎ ২০২৪ সালে সেই রেকর্ডও ভেঙে চুরমার হয়ে যাবে৷
advertisement
6/9
তিনি বলেছেন, মানব সভ্যতার ইতিহাসে এই প্রথম ফেব্রুয়ারি মাসে এত গরম পড়তে চলেছে৷ গত বছরের পুরোটাই এমন অসংখ্য রেকর্ড হয়েছে৷ তবে এক্ষেত্রে রেকর্ড সবচেয়ে বড় আকারের হতে চলেছে বলে মনে করছেন তাঁরা৷
advertisement
7/9
তাঁরা পৃথিবীর যে তাপমাত্রা হিসাব করেছেন, তাতে দেখা গিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম আটটি দিনে গরম সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে৷ এর আগে ২০১৬ সালে ফেব্রুয়ারির এই সময়ের মধ্যে যে গরমের তীব্রতা অনুভূত হয়েছিল, তা ছিল সর্বোচ্চ, এ বার তাও ভেঙে যেতে পারে৷
advertisement
8/9
কোন দেশ নেই সেই তালিকায়, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব থেকে শুরু করে মালদ্বীপ বা মরক্কো, বিভিন্ন দেশে উষ্ণতম ফেব্রুয়ারি রেকর্ড করা হয়েছে৷ বিশের মোট ১৪০টি দেশ ফেব্রুয়ারিতে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে৷
advertisement
9/9
এর পাশাপাশি, বাড়ছে সাগরের উষ্ণতাও৷ সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির কারণে সেখানে বাড়ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা৷ আমেরিকা বাড়ছে সেখানকার ক্যাটাগরি ৩-এর মতো শক্তিধর হ্যারিকেনের সম্ভাবনা৷ মাঝ ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত তা চলবে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
El Nino Effect: রাক্ষুসে ‘এল নিনো’ গিলে খেল বলে! ফেব্রুয়ারিতেই উঠবে ত্রাহি-ত্রাহি রব, দেখুন ভয়ানক আপডেট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল