Indonesia Earthquake: হুড়মুড়িয়ে কেঁপে উঠল মাটি, ভোরেই বড়সড় ভূমিকম্প
- Published by:Debalina Datta
Last Updated:
Indonesia Earthquake: এই মুহূর্তে এই ভূমিকম্প থেকে সুনামির কোনও সম্ভাবনা নেই।
advertisement
1/4

জাকার্তা: ফের কেঁপে উঠল মাটি৷ এবার ইন্দোনেশিয়াতে বড়সড় ভূমিকম্পে দুলে উঠল মানুষজন৷ জাকার্তার ১৭৭ কিলোমিটার উত্তরে অবস্থিত টোবেলোতে শুক্রবার সকাল সকাল শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। ইন্দোনেশিয়ার উত্তর মালুকুর পাশাপাশি ফিলিপিন্সের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। Photo- Representative Image (AP)
advertisement
2/4
স্থানীয় সময় অনুযায়ী, ভোর ৫.০২ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি দারুবা থেকে ১৪২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, মোরোতাই দ্বীপের উত্তর মালুকু, ১০৭ কিলোমিটার সমুদ্রের গভীরতায় ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই মুহূর্তে এই ভূমিকম্প থেকে সুনামির কোনও সম্ভাবনা নেই।
advertisement
3/4
এর একদিন আগে, ২৩ ফেব্রুয়ারি, চিনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের কাছে তাজিকিস্তানের একটি বিরল জনবহুল প্রত্যন্ত অঞ্চলে একটি ৬.৮-মাত্রার ভূমিকম্প হয়েছিল। ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পের কেন্দ্র ছিল তাজিকিস্তানের মুরগোব থেকে ৬৭ কিলোমিটার পশ্চিমে এবং মাটির ২০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল৷
advertisement
4/4
অন্যদিকে, ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই সপ্তাহের ২০ ফেব্রুয়ারি, তুরস্কের হাতায় প্রদেশে ফের বড় ভূমিকম্প হয়েছিল৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৪৷