Japan Tsunami Advisory: জাপানে ৫.৬ মাত্রায় ভূমিকম্প! আরও বড় বিপর্যয় ঘটতে পারে, সুনামির সতর্কতা জারি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Japan Tsunami Warning: জাপানে বড় বিপর্যয়। কেঁপে উঠল জাপানের ইজু দ্বীপপুঞ্জ, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। সুনামির সতর্কতা জারি।
advertisement
1/5

জাপানে বড় বিপর্যয়। কেঁপে উঠল জাপানের ইজু দ্বীপপুঞ্জ, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। সেই সঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে আরও একাধিক জায়গা। প্রতীকী ছবি।
advertisement
2/5
সেই সঙ্গে জাপানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে জাপানে। সেই সঙ্গে জাপানের স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে সুনামিও আঘাত হানতে পারে জাপানে। প্রতীকী ছবি।
advertisement
3/5
শুধু তাই নয়, ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে ১ মিটার পর্যন্ত। সেখানকার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ইজু এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে আঘাত আনার সম্ভাবনা সুনামির। (Image: Shutterstock/Representative)
advertisement
4/5
৫.৬ মাত্রায় যে ভূমিকম্প হয়েছে তার কেন্দ্রবিন্দু ছিল ইজু দ্বীপপুঞ্জ থেকে ১৮০ কিলোমিটার দূরে। (Representative image/Reuters)
advertisement
5/5
জাপানের বাসিন্দারা জানিয়েছেন, টোকিওর ৩০০ কিমি দূরে ইয়ানি জেলার হ্যাচিজো দ্বীপও কেঁপে উঠেছে সুনামিতে, সেখানকার ঢেউয়ের উচ্চতা ছিল ৫০ সেমি। (Representative image/Reuters)