Durga Puja 2023: চন্দ্রযান থিম, দুর্গাপুজো-সিঁদুরখেলায় মাতল প্রবাসের বাঙালিরা, ডারহামের বাতাসে পুজোর গন্ধ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Durga Puja 2023: প্যান্ডেল থেকে প্রতিমা সবেতেই ছিল চমক। চন্ডীপাঠ, সন্ধিপুজো, ১০৮ প্রদীপ ও ১০৮ পদ্ম সকল নিয়ম নিষ্ঠা মেনে এখানে পুজো হয়। এ বারের পুজোর সবচেয়ে বড় আকর্ষণ এদের থিম।
advertisement
1/5

*আশ্বিন মাসে নীল আকাশ যখন পেঁজা তুলোর মতন মেঘে ঢাকা, তখন মনে পুজোর ঢাক বেজে ওঠে। ছোট থেকে বড় সবাই পুজোর আনন্দে মেতে উঠি। বাড়ি, পাড়া, দেশের গন্ডি পেরিয়ে মা এখন বিদেশে।
advertisement
2/5
*পৃথিবীর প্রতি প্রান্তের বাঙালিরা এই সময় মাতৃ আরাধনায় মেতে ওঠেন। কানাডার অন্টারিওর বাঙালিরাও তার ব্যাতিক্রম নয়। টরেন্টো শহরের পূর্ব প্রান্তে ডারহামের এজাক্স শহরের পিকারিং হাই স্কুলে প্রতি বছরের মতো এ বছর ও পুজো করেছে ডরহাম দুর্গোৎসব পুজো কমিটি। পুজো হয়েছে অক্টোবরের ১৪ এবং ১৫ তারিখ।
advertisement
3/5
*প্যান্ডেল থেকে প্রতিমা সবেতেই ছিল চমক। চন্ডীপাঠ, সন্ধিপুজো, ১০৮ প্রদীপ ও ১০৮ পদ্ম সকল নিয়ম নিষ্ঠা মেনে এখানে পুজো হয়। এ বারের পুজোর সবচেয়ে বড় আকর্ষণ এদের থিম। সারা ভারতবর্ষের গর্ব চন্দ্রযানের আদলে রূপ দিয়েছে ডরহামের মণ্ডপ।
advertisement
4/5
*প্যান্ডেলে ব্যবহৃত উপকরণ মূলত পুনর্ব্যবহার যোগ্য উপাদান দিয়ে তৈরি। ভারতের গর্ব চন্দ্রযান এ বার কানাডার মাটিতে। প্রায় দু'মাসের প্ৰচেষ্টা এবং ভলান্টিয়ার্সদের সহযোগিতায় প্যান্ডেল শিল্পী হিমাদ্রি দাস এই অপূর্ব প্যান্ডেল তৈরি করেছিলেন।
advertisement
5/5
*প্যান্ডেলের প্রস্তুতির যাবতীয় উপকরণ ব্যবহৃত হয় জীববৈচিত্র্য ও পরিবেশ সচেতনতাকে মাথায় রেখে। সাবেকি মায়ের মূর্তি বানানো হয় কুমোরটুলিতে। সেই প্রতিমায় উড়িয়ে নিয়ে যাওয়া হয় পুজোর জন্য।