TRENDING:

কেমব্রিজে বাঙালিদের ২০ বছরের দুর্গাপুজো, যেন বনেদি এক যৌথ পরিবার

Last Updated:
পুজোর সময়ে তাঁরা একটি শারদীয়াও প্রকাশ করেন। নাম, 'কথন'। এই পত্রিকারও বেশ বয়স এবং নামডাক হয়েছে সে দেশে।
advertisement
1/7
কেমব্রিজে বাঙালিদের ২০ বছরের দুর্গাপুজো, যেন বনেদি এক যৌথ পরিবার
২০ বছরে পা দিল কেমব্রিজের বাঙালিদের দুর্গাপুজো। বাংলা থেকে হাজার হাজার মাইল দূরে সমুদ্র পেরিয়ে মা দুর্গাকে একই ভাবে বরণ করে আনা হয়, আবার বিসর্জনও দেওয়া হয়। এ বরাও তার অন্যথা হয়নি। আইসিএফ সংগঠন অর্থাৎ ICS (Indian Cultural Society)-র পক্ষ থেকে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর।
advertisement
2/7
২০০২ সালে স্বল্প সংখ্যক সদস্য নিয়ে শুরু হয় এই যৌথ-পারিবারিক যাত্রা। ধীরে ধীরে শাখা-প্রশাখা বিস্তার করে ক্রমবর্ধমান যৌথ-পরিবার আজ এক মহীরুহ। ক্যাম নদীর তীরের এই পুজো আজ ইংল্যান্ডের অন্যতম আকর্ষণীয় পূজামণ্ডপ।
advertisement
3/7
নিজস্ব কোনও পুজো-প্রাঙ্গন না থাকায় প্রতি বছরই যে কোনও শিক্ষা-প্রতিষ্ঠানকে সাময়িক পূজামণ্ডপ বানিয়ে তোলেন তাঁরা।
advertisement
4/7
তবে চারদিনের মাতৃ-বন্দনা আড়াই দিনেই সেরেছেন তাঁরা। পঞ্জিকা নির্ধারিত দিন অনুযায়ী তাঁদের পুজো সম্ভব নয় বলেই জানান তাঁরা। মহালয়ার পরেই সাপ্তাহিক ছুটিতে দেবীকে আহ্বান জানান বাসিন্দারা।
advertisement
5/7
কেমব্রিজের মৃন্ময়ী-মায়ের চিন্ময়ী-রূপে আরাধনার তিনটি আকর্ষণীয় বৈশিষ্ট্য, মণ্ডপসজ্জা, মহাভোগ-প্রসাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ব্যবসায়ীদের অনুপ্রাণিত করবার জন্য মণ্ডপ-প্রাঙ্গনে অস্থায়ী-দোকান তৈরির আহ্বান জানানো হয়।
advertisement
6/7
পুজোর সময়ে তাঁরা একটি শারদীয়াও প্রকাশ করেন। নাম, 'কথন'। এই পত্রিকারও বেশ বয়স এবং নামডাক হয়েছে সে দেশে।
advertisement
7/7
করোনাকে উপেক্ষা করে ২০২০ সালেও পুজো করেছিলেন তাঁরা। তবে ডিজিটাল মাধ্যমের সাহায্যে। এ বার তাই দ্বিগুন আনন্দে পুজো করেছেন প্রবাসী বাঙালিরা।
বাংলা খবর/ছবি/বিদেশ/
কেমব্রিজে বাঙালিদের ২০ বছরের দুর্গাপুজো, যেন বনেদি এক যৌথ পরিবার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল