TRENDING:

Shocking: মারণ ড্রাগ খাচ্ছে মাংস! নেশায় আসক্তদের খসে পড়ছে হাত-পা

Last Updated:
advertisement
1/5
Shocking: মারণ ড্রাগ খাচ্ছে মাংস! নেশায় আসক্তদের খসে পড়ছে হাত-পা
মাংসগুলো শরীর থেকে খসে খসে পড়ছে৷ হাতের হাড় বেরিয়ে গেল মুহূর্তে৷ পায়ের হাড়গুলি দেখা যাচ্ছে স্পষ্ট৷ অথচ যন্ত্রণা নেই৷ রক্ত ঝরছে না৷ মাংসগুলিই খালি পড়ে যাচ্ছে খুলে খুলে৷ রাশিয়ায় ছিলই৷ এ বার ডেসোমরফিন হামলা চালাল ব্রিটেনে৷ যাকে বলা হয় ক্রকোডিল৷ এক মারণ ড্রাগ৷ চিকিত্‍‌সায় পরিভাষায় ডেসোমরফিন৷
advertisement
2/5
পুলিশ জানাচ্ছে, নতুন এক ধরনের ড্রাগের হদিশ মিলেছে ব্রিটেনে৷ কিন্ত‌ু ঠিক কী ভাবে এই মারণ ড্রাগ সাপ্লাই করা হচ্ছে, তা এখনও জানতে পারেনি পুলিশ৷ বিজ্ঞানীরা বলছেন, ক্রকোডিসল যদি দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, তা হলে মহামারির আকার নেবে৷
advertisement
3/5
রাশিয়া, ইউক্রেনে কয়েক হাজার মানুষকে মেরে ফেলেছে এই ড্রাগ৷ ব্রিটেনেও হানা দিল এ বার৷ চিকিত্‍‌সকরা বলছেন, ক্রকোডিল ড্রাগটি হেরোইনের চেয়ে ১০ গুণ শক্তিশালী৷ তীব্র নেশা হয়৷ একবার নিলে নেশা পেয়ে বসে মুহূর্তে৷
advertisement
4/5
সম্প্রতি গ্লু‌সেস্টরের এক মহিলা কোর্টে হাজিরাই দিতে পারেননি৷ জানা যায়, তিনি ক্রকোডিল ইনজেক্ট করেন শরীরে৷ তারপরেই ঝরতে শুরু করে মাংস পিণ্ড৷ ভয়াবহ অবস্থায় তাঁকে ভরতি করা হয়েছে হাসপাতালে৷
advertisement
5/5
ক্রকোডিল কী? বহু বছর আগে সুইত্‍‌জারল্যান্ড ও রাশিয়ায় ডেসোমরফিন ব্যবহার করা হত প্রচ্ড যন্ত্রণা নিবারণের জন্য৷ পরে ওই ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ ২০১০ সাল নাগাদ রাশিয়ায় এই ড্রাগের নেশার খবর মেলে আন্তর্জাতিক বিশ্বের৷ তার আগে ২০০৩ সালে অবশ্য রাশিয়া মাদক নিঃশেষ করতে বড়সড় অভিযান শুরু করে৷ ১৯৯৮ সালে রাশিয়ায় এই ড্রাগকে মাদক হিসেবে চিহ্নিত করে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Shocking: মারণ ড্রাগ খাচ্ছে মাংস! নেশায় আসক্তদের খসে পড়ছে হাত-পা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল