দুটি ওষুধের মিশ্রণেই করোনা সারার সম্ভাবনা! মার্কিন ডাক্তারদের বড় সাফল্য
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এই দুটি ওষুধই বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে৷ কিন্তু দুটি ওষুধের মিশ্রণ করে চিকিত্সা এই প্রথম৷
advertisement
1/5

করোনা থেকে রক্ষা পেতে ওষুধ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা বিশ্ব৷ ইতালির পরে যদি এই মুহূর্তে করোনা আক্রান্তে মহামারিতে পরিণত হয়েছে, সেটি হল মার্কিন যুক্তরাষ্ট্র৷ করোনা রুখতে লড়াই চালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন৷ তবু মৃত্যুমিছিল রুখতে প্রাণ ওষ্ঠাগত৷
advertisement
2/5
এ হেন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক্তাররা দুটি ওষুধের কম্বিনেশন চিহ্নিত করে ফেললেন৷ এই দুই ওষুধে একসঙ্গে করোনা রোগীকে বিপদ মুক্ত করা যেতে পারে৷ কানসাস সিটির ডাক্তাররা এই ওষুধে অভাবনীয় সাফল্য পাচ্ছেন৷ যতদিন না ভ্যাকসিন তরি হচ্ছে, ততদিন এই ওষুধ জীবন বাঁচাতে পারে৷
advertisement
3/5
হাইড্রোক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিনের একটি কম্বিনেশন৷ ওয়াশিংটন পোস্টে একটি আর্টিকল-এ চিকিত্সক জেফ কোলিয়ার লিখেছেন, এই ওষুধ দিয়ে চিকিত্সায় অনেক ক্ষেত্রেই ফল পাওয়া গিয়েছে৷ ট্রায়াল দিয়ে সাফল্য মিলেছে৷
advertisement
4/5
কোলিয়ার লিখছেন, 'Covid-19-এর যা ধরন, গবেষণাগারের ডেটা অনুযায়ী, হাইড্রোক্লোরোকুইনে কাজ হওয়া উচিত৷' দ্বিতীয় ওষুধটি হল, অ্যাজিথ্রোমাইসিন৷ ফ্রান্সে ৫৭ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, হাইড্রোক্লোরোকুইনে কাজ হচ্ছে৷ অ্যাজিথ্রোমাইসিন ছাড়াই৷ কিন্তু ৬ জন রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে, ষষ্ঠ দিনে অ্যাজিথ্রোমাইসিন ও হাইড্রোক্লোরোকুইনে করোনা নেগেটিভ৷ তবে এই দুটি ওষুধের মিশ্রণে কেন এত ভালো কাজ দিচ্ছে, তা এখনও বোঝা যাচ্ছে না৷
advertisement
5/5
এই দুটি ওষুধই বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে৷ কিন্তু দুটি ওষুধের মিশ্রণ করে চিকিত্সা এই প্রথম৷