TRENDING:

Climate Change: গ্রিন হাউজ গ্যাসে সঙ্কট! গলছে বরফ, হুহু করে বাড়ছে তাপমাত্রা, কী হবে পৃথিবীর?

Last Updated:
Climate Change: এর ফলে কী হবে! রিপোর্টে বলা হয়েছে, মোট ৩৩০ কোটি থেকে ৩৬০ কোটি লোক এই বিশ্ব উষ্ণায়নের ফলে প্রভাবিত হতে পারেন।
advertisement
1/5
গ্রিন হাউজ গ্যাসে সঙ্কট! গলছে বরফ, হুহু করে বাড়ছে তাপমাত্রা, কী হবে পৃথিবীর?
গ্রিন হাউজ গ্যাসের প্রভাবে আমূল পাল্টে যাচ্ছে আবহাওয়া। সম্প্রতি Intergovernmental Panel on Climate Change (IPCC)-এর দেওয়া একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। ফেব্রুয়ারি ২০২২ সালে এই রিপোর্ট প্রকাশিতা হয়েছে।
advertisement
2/5
রিপোর্টে প্রাথমিক ভাবে বলা হয়েছে, মানুষের সৃষ্ট বিভিন্ন দূষণের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে পারে। তবে এই তাপমাত্রা বৃদ্ধির এলাকাগুলি প্রি-ইন্ডাস্ট্রিয়াল লেভেলের। বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ যে কার্বন ডাই অক্সাইডের নিষ্ক্রমণ, তা ১৯০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। এই ১০০ বছরে যতটা বেড়েছে তা শেষ ৮ লক্ষ বছরে বৃদ্ধি পায়নি।
advertisement
3/5
IPCC-এর পক্ষ থেকে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা গড়ে ১.৫ ডিগ্রি থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগের থেকে যা অনেকটাই বেশি। কিন্তু পরবর্তী ৭০ বছরে সেই তাপমাত্রা বা়ড়বে অনেকটা বেশি, প্রায় ৩.২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
এর ফলে কী হবে! রিপোর্টে বলা হয়েছে, মোট ৩৩০ কোটি থেকে ৩৬০ কোটি লোক এই বিশ্ব উষ্ণায়নের ফলে প্রভাবিত হতে পারেন। তাঁদের কোনও না প্রকারে ক্ষতি হতে পারে। হয়ত দেখা যাবে, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, তাতে গৃহহীন হবেন অনেকে।
advertisement
5/5
এ সবের থেকে এক মাত্র মুক্তির উপায় হিসাবে গবেষকরা বলেছেন, মানুষের সৃষ্ট দূষণের পরিমাণ কমাতে হবে। মানুষের বিভিন্ন কাজে গ্রিন হাউজ গ্যাসের যে পরিমাণ নির্গত হয়, তার পরিমাণ যদি না কমানো যায়, তাহলেই একমাত্র মুক্তি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Climate Change: গ্রিন হাউজ গ্যাসে সঙ্কট! গলছে বরফ, হুহু করে বাড়ছে তাপমাত্রা, কী হবে পৃথিবীর?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল