US rejects Indian mango shipments: ভারতকে এতটা অপছন্দ ট্রাম্প প্রশাসনের! বিমানবন্দরেই ৪.৩০ কোটি টাকার বাঙালির প্রিয় ফল নষ্ট করল আমেরিকা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Mango trade US India: কোটি কোটি টাকার ভারতীয় আম পৌঁছনোর কথা কথা ছিল আমেরিকার লস অ্যাঞ্জেলস, সান ফ্র্যান্সিসকো, আটলান্টায়। কিন্তু শুধুমাত্র কাগজপত্রের অজুহাতে বাতিল করা হল এই বিপুল টাকার অর্ডার।
advertisement
1/5

কোটি কোটি টাকার ভারতীয় আম পৌঁছনোর কথা কথা ছিল আমেরিকার লস অ্যাঞ্জেলস, সান ফ্র্যান্সিসকো, আটলান্টায়। কিন্তু শুধুমাত্র কাগজপত্রের অজুহাতে বাতিল করা হল এই বিপুল টাকার অর্ডার।
advertisement
2/5
একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিমানবন্দরে রফতানিকারক সংস্থাগুলির সামনে দুটি রাস্তা জানিয়ে দেওয়া হয়, হয় আমগুলি আমেরিকাতেই নষ্ট করতে হবে, না হলে ভারতে ফিরিয়ে নিয়ে আসতে হবে।
advertisement
3/5
কিন্তু ভারতে ফিরিয়ে আনার বিপুল খরচের জন্য ব্যবসায়ীরা আর আম ফিরিয়ে আনতে রাজি হননি। তাঁরা ওই আমগুলিকে স্থানীয় এলাকাতেই নষ্ট করার সিদ্ধান্ত নেন।
advertisement
4/5
ভারতে যা আম হয়, দেশে বিক্রি ছাড়াও তার বড় অংশ বিক্রি করা হয় আমেরিকায়। মার্কিন বাজারে ভারতীয় আমের চাহিদা প্রবল। কিন্তু সম্প্রতি ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের প্রেক্ষিতে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
5/5
আম নষ্টের জেরে বিক্রেতাদের প্রায় ৫ লক্ষ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ২৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আরও জানা গিয়েছে ওই আমগুলি মুম্বইতে ইরেডিয়েশন পদ্ধতিতে বাছাই করা হয়েছিল। তারপরেও কেন আমেরিকায় আটকে দিল বুঝতে পারছেন না ব্যবসায়ীরা।