গ্রিনল্যান্ড শুল্ক চাপানো হবেই ! নাছোড় ট্রাম্প, এই বাণিজ্যযুদ্ধের ফল ভাল হবে না, সতর্ক করল ব্রিটেনও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Donald Trump on Greenland: ইউরোপীয় দেশগুলির উপরে গ্রিনল্যান্ড-শুল্ক তিনি চাপাবেনই। এর কোনও নড়চড় হবে না। সোমবার তা স্পষ্ট করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
advertisement
1/5

গ্রিনল্যান্ড দখলে নাছোড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বিশ্বের বৃহত্তম দ্বীপটিকে সমর্থনের জন্য ইউরোপের বেশ কয়েকটি দেশের উপর তিনি নিক্ষেপ করেছেন ‘ট্যারিফ বাণ’। কিন্তু তাতেও বিশেষ কাজ হয়নি। এই পরিস্থিতিতে ‘রুশ জুজু’ দেখিয়ে গ্রিনল্যান্ড নিয়ে নয়া দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। (Photo: AP)
advertisement
2/5
তাঁর কথায়, “আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রুশ আগ্রাসনের ঝুঁকি নিয়ে ডেনমার্ককে বহু বছর ধরে সতর্ক করে এসেছে। কিন্তু তা কানে তোলেনি ডেনমার্ক।” এরপরই তিনি হুঁশিয়ারি দেন, ‘এবার সময় এসেছে…’ কিন্তু এর অর্থ কী? কীসের সময় এসেছে? তা স্পষ্ট করেননি ট্রাম্প। তাহলে কি শীঘ্রই গ্রিনল্যান্ডে সামরিক অভিযান চালাবে মার্কিন ফৌজ? বাড়ছে জল্পনা। (Photo: AP)
advertisement
3/5
ইউরোপীয় দেশগুলির উপরে গ্রিনল্যান্ড-শুল্ক তিনি চাপাবেনই। এর কোনও নড়চড় হবে না। সোমবার তা স্পষ্ট করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য দিকে, এই কূটনৈতিক উত্তেজনা নিয়ে আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারও। বুঝিয়ে দিয়েছেন, বাণিজ্যযুদ্ধের পরিণাম কারও জন্যই ভাল হবে না। (Photo: AP)
advertisement
4/5
প্রেসিডেন্ট ট্রাম্পকে সাবধান করে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। স্পষ্ট করে দিয়েছেন, বাণিজ্যযুদ্ধের পরিণাম কোনও পক্ষের জন্যই ভাল হবে না। সোমবার লন্ডনে ডাউনিং স্ট্রিট থেকে বক্তৃতার সময়ে স্টার্মার জানান, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করাই হবে সঠিক পথ। বন্ধুরাষ্ট্রগুলির উপরে শুল্ক চাপানো কখনোই মতবিরোধ কাটানোর সঠিক উপায় হতে পারে না, তা-ও স্পষ্ট করেছেন তিনি। আমেরিকাকে এটি বাস্তবভিত্তিক পথ অবলম্বনের আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। (Photo: AP)
advertisement
5/5
আগামী ১ ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলির উপরে ১০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। দাবি না-মানলে ১ জুন থেকে তা বৃদ্ধি পেয়ে ২৫ শতাংশ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। (Photo: AP)