Donald Trump: ভয়ঙ্কর সব যুদ্ধবিমান থেকে রণতরী, সেনা-ইরানে এবার হামলা চালাবেই আমেরিকা! যুদ্ধ আসন্ন, ইঙ্গিত ট্রাম্পের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Donald Trump: দিন কয়েক আগেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করার সম্ভাবনাকে খারিজ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
advertisement
1/6

ইরানের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। ইরানের উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে আমেরিকার নৌবাহিনী। সেখানে পাঠানো হচ্ছে বড় আকারের সামরিক বাহিনীকেও। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
advertisement
2/6
বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, আমেরিকা তার সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) শক্তিশালী করছে। এই নেতৃত্বই মধ্যপ্রাচ্যের অভিযানগুলির তত্ত্বাবধান করে। তারই অংশ হিসেবে যুদ্ধবিমান এফ-১৫ই এবং যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ইরানের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে তার বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে আমেরিকা। ফলে বাতাসে অনেকেই বারুদের গন্ধ পাচ্ছেন।
advertisement
3/6
দিন কয়েক আগেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করার সম্ভাবনাকে খারিজ করে দিয়েছিলেন ট্রাম্প। তবে বৃহস্পতিবারই নিজের অবস্থান থেকে ইউ-টার্ন করলেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ইরানের উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন নৌবাহিনী ‘আর্মাডা’।
advertisement
4/6
সোশ্যাল মিডিয়াতেই ইরানে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইরানের পথে আমাদের অনেক জাহাজ আছে । সেখানে একটি বিমানবাহী রণতরীও আছে। আমি চাই না কিছু ঘটুক, তবে কী হয় তা আমাদের দেখতে হবে।’
advertisement
5/6
গত ২৮ ডিসেম্বর প্রাথমিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল ইরানে। ক্রমে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের অপসারণ চাইছেন ইরানের মানুষ। রাজধানী তেহরান ছাড়িয়ে দেশের অন্যান্য শহরেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে।
advertisement
6/6
শোনা যাচ্ছিল, যুদ্ধের মেঘ ঘনাতে শুরু করেছে। কিন্তু বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের বিরতি বিষয়টিকে অন্য চেহারা দিয়েছে বলেই মনে করেছিল ওয়াকিবহাল মহল। যদিও এবার ফের বদলাতে শুরু করেছে ছবিটা। সত্যিই আমেরিকা ইরানে আক্রমণ করবে কিনা তা এখনই বলা না গেলেও ‘সিঁদুরে মেঘ’ দেখছেন অনেকেই।