TRENDING:

Donald Trump Iran Israel War: ইরানকে ধ্বংস করতে যুদ্ধে যোগ আমেরিকার! ডোনাল্ড ট্রাম্প বললেন, 'আমি যে কী করব...'

Last Updated:
Donald Trump Iran Israel War: ইজরায়েল-ইরান সংঘর্ষ চরমে উঠেছে, আর এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়েছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে হুঁশিয়ারি দেন, তবে খামেনেই সাফ জানিয়েছেন, ইরান আত্মসমর্পণ করবে না...
advertisement
1/8
ইরানকে ধ্বংস করতে যুদ্ধে যোগ আমেরিকার! ডোনাল্ড ট্রাম্প বললেন, 'আমি যে কী করব...'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইজরায়েলের সঙ্গে জুটি বাঁধার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “আমি করতেও পারি, নাও করতে পারি। মানে, কেউই জানে না আমি কী করব।” মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে, এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।
advertisement
2/8
ইজরায়েল সম্প্রতি তেহরানে ইরানি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানোর দাবি করেছে। ট্রাম্প এই প্রেক্ষাপটেই মন্তব্য করেছেন। ইজরায়েলের তরফ থেকে বলা হয়েছে, তারা ইরানের ‘আভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতরে’ হামলা চালিয়েছে, যা সরকারের দমনমূলক ব্যবস্থার মূল কেন্দ্র।
advertisement
3/8
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটজ বলেছেন, “আকাশপথে হামলার মাধ্যমে আমরা ইরানি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতর ধ্বংস করেছি। এটি ছিল ইরান সেনা বাহিনির অন্যতম মূল কেন্দ্র। আমরা এবার ইরানের আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করব এবং আয়াতোল্লাহদের যেখানেই পাব, সেখানেই আঘাত হানব।”
advertisement
4/8
ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান তাদের সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করেছে। যদিও তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তেহরান বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ধরনের কূটনৈতিক যোগাযোগের কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও আসেনি।
advertisement
5/8
একটি সোশ্যাল পোস্টে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকে হুমকি দিয়ে লেখেন, “আমরা জানি সে কোথায় আছে। তাকে হত্যা করব না (এখনই নয়!), কিন্তু আমরা চাই না বেসামরিক মানুষ বা মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোঁড়া হোক। আমাদের ধৈর্য্য ফুরিয়ে আসছে।”
advertisement
6/8
আরও একটি পোস্টে ট্রাম্প স্পষ্টভাবে লেখেন: “UNCONDITIONAL SURRENDER!” অর্থাৎ ‘শর্তহীন আত্মসমর্পণ।’
advertisement
7/8
আয়াতোল্লাহ খামেনেই ট্রাম্পের হুমকির পাল্টা জবাবে বলেন, “আমরা কখনই আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপের চূড়ান্ত মূল্য দিতে হবে। যারা ইরান, তার জনগণ ও ইতিহাস সম্পর্কে জানে, তারা হুমকির ভাষায় কথা বলে না, কারণ ইরানিরা হুমকির সামনে মাথা নোয়ায় না।”
advertisement
8/8
খামেনেই আরও বলেন, “আমাদের জাতিকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে, এটা হাস্যকর। হুমকি তাদের দেওয়া উচিত, যারা ভয় পায়। ইরানি জাতি এমন জাতি নয়, যারা ভয় পায় বা হুমকির কাছে মাথা ঝোঁকায়।”
বাংলা খবর/ছবি/বিদেশ/
Donald Trump Iran Israel War: ইরানকে ধ্বংস করতে যুদ্ধে যোগ আমেরিকার! ডোনাল্ড ট্রাম্প বললেন, 'আমি যে কী করব...'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল