Donald Trump and Pakistan: আসল খেলা তো খেলছে পাকিস্তান! ২ মাসে এই নিয়ে দ্বিতীয়বার...ট্রাম্পের দরবারে আসিম মুনির, মতলবটা হল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সূত্রমতে, ট্রাম্প এবং মুনিরের সেই বৈঠকে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং ক্রিপ্টোকারেন্সির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। তবে আঞ্চলিক নিরাপত্তা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্রমতে, ট্রাম্প এবং মুনিরের সেই বৈঠকে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং ক্রিপ্টোকারেন্সির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। তবে আঞ্চলিক নিরাপত্তা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
advertisement
1/6

ভারতের উপরে যখন একের পর এক শুল্ক চাপিয়ে চলেছে ট্রাম্প, ঠিক সেই সময়েই পাকিস্তানের সঙ্গে নিজের স্বার্থেই সখ্যতা বাড়াচ্ছে আমেরিকা৷ আর এই সুযোগে নিজের আখের গুছিয়ে নিতেও পিছপা হচ্ছে না মুনিরের পাকিস্তান৷
advertisement
2/6
ভারত-পাকিস্তানের সংঘর্ষের পরে আমেরিকাকে ‘সংঘর্ষ থামানোর’ জন্য ধন্যবাদ জানিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করেছিল পাকিস্তান৷ চাটুকারিতা এখানেই শেষ হয়নি৷ এরপর কার্যত বিনাব আমন্ত্রণেই ট্রাম্পের দরবারে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা চিফ ফিল্ড মার্শাল আসিম মুনির৷
advertisement
3/6
মুনিরের সেই সফরের মাসখানেকের মধ্যেই এসেছিল পাকিস্তানের সঙ্গে আমেরিকার তেলের খনি চুক্তির সেই বিরাট ঘোষণা৷ পাকিস্তানের খনিজ তেলের খনি থেকে যৌথ উদ্যোগে তেল উত্তোলন করবে আমেরিকা৷ এই চুক্তিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্রে নিজের দাদাগিরি স্পষ্ট করে দিতে চাইছে ট্রাম্পের আমেরিকা৷
advertisement
4/6
ভারতের সঙ্গে এই শুল্ক যুদ্ধের আবহেই ২ মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা যেতে চলেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির৷ পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে তিনি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) কম্যান্ডার জেনারেল মাইকেল ই-কুরিল্লার অবসর গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন৷
advertisement
5/6
এই অনুষ্ঠান আমেরিকার টাম্পায় অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে৷ জেনারেল মুনির জুন মাসেও আমেরিকা সফর করেছিলেন। সেই সময় তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দুই ঘন্টার মধ্যাহ্নভোজের বৈঠক করেন। এই বৈঠকটি ঐতিহাসিক ছিল কারণ পাকিস্তানের কোনও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন না।
advertisement
6/6
সূত্রমতে, ট্রাম্প এবং মুনিরের সেই বৈঠকে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং ক্রিপ্টোকারেন্সির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। তবে আঞ্চলিক নিরাপত্তা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্রমতে, ট্রাম্প এবং মুনিরের সেই বৈঠকে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং ক্রিপ্টোকারেন্সির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। তবে আঞ্চলিক নিরাপত্তা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।