বাংলাদেশের মসজিদ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৪, সঙ্কটজনক বহু মানুষ
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
বাংলাদেশের নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।
advertisement
1/6

ঠিক কী কারণে এতবড় বিস্ফোরণ হল কারা এর জন্য দায়ী, সমস্ত খতিয়ে দেখা হবে। নারায়ণগঞ্জের মসজিদ বিস্ফোরণ নিয়ে মুখ খুলে এমনটাই জানালেন শেখ হাসিনা।
advertisement
2/6
রবিবার ছিল বাংলাদেশের নবম অধিবেশনের পঞ্চম দিন। সেখানেই শেখ হাসিনা বলেন, "ইতিমধ্যেই তদন্তকমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরণ বিশেষজ্ঞরা সেখানে গিয়েছেন, নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই ঘটনা কেন ঘটল, কীভাবে ঘটল ব্যাপারে তদন্ত হচ্ছে। এটা অচিরেই সামনে আসবে।
advertisement
3/6
উল্লেখ্য বাংলাদেশের নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত আরও ২১ জন।
advertisement
4/6
শুক্রবার নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়াতুস সালাত জামে মসজিদে রাত সাড়ে আটটা নাগাদ বিস্ফোরণ হয়।
advertisement
5/6
প্রার্থনার শেষ পর্যায়ে এই বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
advertisement
6/6
এলাকাবাসীর অভিযোগ স্থানীয় তিতাস গ্যাসের পাইপলাইনে লিকেজের ফলে এই ঘটনা ঘটেছে।