TRENDING:

Death: বিরল প্রজাতির কচ্ছপ দিয়ে পিকনিক! বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু, গুরুতর অসুস্থ ৩২

Last Updated:
Death: ফিলিপিন্সের মিসামিস ওরিয়েন্টাল প্রদেশে সাগরের ধারে বসবাসরত কিছু মানুষ একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরে খেয়েছিল। একইসঙ্গে তারা তাদের পোষা কুকুর ও বিড়ালকেও সেই কচ্ছপ খাইয়ে দেয়। কিন্তু তার ফল যে এমন ভয়ঙ্কর হবে তা হয়তো কেউ আশা করেননি৷ বিস্তারিত জানুন...
advertisement
1/7
বিরল প্রজাতির কচ্ছপ দিয়ে পিকনিক! বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু, গুরুতর অসুস্থ ৩২
ফিলিপিন্সের মেগুয়ানডানাও ডেল নর্ট প্রদেশে সমুদ্রের ধারে একটি শহরের বাসিন্দারা এক বিরল কচ্ছপ ধরেছিল৷ সেটিকে তারা রান্না করে খেয়েছিল। কিছু কুকুরকেও এই কচ্ছপের মাংস দেওয়া হয়েছিল। এরপর হঠাৎ অনেকেই বমি, ডায়রিয়া এবং পেটব্যথার সমস্যায় ভুগতে শুরু করেন।
advertisement
2/7
তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সময় ৩ জনের মৃত্যু হয়। এমনকি যেসব কুকুর ও বিড়াল এই কচ্ছপ খেয়েছিল, তাদের অনেকেও মারা যায়।
advertisement
3/7
ফিলিপিন্সে এই কচ্ছপকে বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, এটিকে হত্যা করা সম্পূর্ণ অবৈধ। তবে এখানকার সংস্কৃতিতে এখনো কচ্ছপকে হত্যা করে সমবেত ভোজের প্রচলন রয়েছে। কচ্ছপের মাংস এবং ডিমে চিকিৎসা গুণাবলী থাকার কারণেও এর অবৈধ শিকার করা হয়।
advertisement
4/7
এরপরও স্থানীয় বাসিন্দারা আইন ভেঙে এই বিরল কচ্ছপকে ধরেন এবং নিজেদের খাবার হিসেবে ব্যবহার করেন। প্রশ্ন হল, কচ্ছপ তো অনেকেই খায়, কিন্তু ফিলিপিন্সে এই মানুষদের মৃত্যুর কারণ কী?
advertisement
5/7
বিবিসির রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের কচ্ছপ প্রায়ই সংক্রামিত শ্যাওলা খায়। রান্নার সময় এই শ্যাওলার বিষাক্ততা কচ্ছপের মাংসে রূপান্তরিত হয়।
advertisement
6/7
এছাড়াও, কচ্ছপের গায়ে থাকা সুরক্ষামূলক স্তরে জটিল রাসায়নিক থাকে, যা তাদের দীর্ঘজীবী হতে সহায়তা করে। এটি চেলোনিটক্সিন নামে পরিচিত একটি বিষ তৈরি করে। এই বিষ শরীরে প্রবেশ করলে শ্বাসরোধ, পক্ষাঘাত, এমনকি মৃত্যুর কারণ হতে পারে। বিশেষ করে, শিশুরা এই বিষে দ্রুত আক্রান্ত হয়।
advertisement
7/7
বিশেষজ্ঞরা জানিয়েছেন, কচ্ছপের শরীরের প্রায় প্রতিটি অংশে এই বিষ পাওয়া যায়। এই বিষের প্রতিষেধক এখনও তৈরি হয়নি। তাই সাধারণ চিকিৎসা ছাড়া হাতে অন্য কোনও উপায়ও নেই। যদি শরীর নিজে এই বিষের বিরুদ্ধে লড়াই করতে না পারে, তবে মৃত্যু অবধারিত।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Death: বিরল প্রজাতির কচ্ছপ দিয়ে পিকনিক! বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু, গুরুতর অসুস্থ ৩২
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল