Cyclone Update: দৈত্যের মতো ফুঁসছে 'হিলারি'! ঘণ্টায় ২৩০ কিমি বেগে ধেয়ে আসছে বিধ্বংসী ঝড়! তুমুল দুর্যোগের সতর্কতা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cyclone Update Hurricane Hilary: ভয়ঙ্কর শক্তিশালী ট্রপিক্যাল ঝড় হিসাবে রবিবার আছড়ে পড়তে চলেছে হারিকেন হিলারি। সুপার সাইক্লোনের মতো বিধ্বংসী ঝড়ের প্রভাবে বড় ক্ষয়ক্ষতির আশংকা।
advertisement
1/15

একটি ভয়ঙ্কর শক্তিশালী ট্রপিক্যাল ঝড় হিসাবে রবিবার আছড়ে পড়তে চলেছে হারিকেন হিলারি।
advertisement
2/15
একটি ভয়ঙ্কর শক্তিশালী ট্রপিক্যাল ঝড় হিসাবে রবিবার আছড়ে পড়তে চলেছে হারিকেন হিলারি। সুপার সাইক্লোনের মতো বিধ্বংসী ঝড়ের প্রভাবে বড় ক্ষয়ক্ষতির আশংকা মেক্সিকো ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। হারিক্যান হিলারি আপডেট : প্রতীকী ছবি।
advertisement
3/15
ফুঁসছে প্রশান্ত মহাসাগর। আশংকা করা হচ্ছে ঝড়ের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা, প্রচণ্ড দমকা বাতাস এবং প্রবল বর্ষণের ফলে তুমুল বিপর্যস্ত হতে চলেছে জনজীবন। বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। পার্ক এবংসৈকত-সংলগ্ন এলাকার কাছাকাছি নেওয়া হয়েছে চরম সতর্কতা।
advertisement
4/15
ন্যাশনাল হারিকেন সেন্টার অনুসারে হিলারি এখন একটি ক্যাটাগরি ১ ঝড় ৮৫ মাইল প্রতি ঘণ্টা সর্বোচ্চ বাতাস মন্থন করে এগোচ্ছে এই ঝড়। শনিবার স্থানীয় সময় রাত ১১ টার মধ্যে এটি সান দিয়েগো থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণে ছিল।
advertisement
5/15
মহাসাগরের বুক চিরে ধেয়ে আসছে এই অতিপ্রবল ঘূর্ণিঝড়। প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে ঘূর্ণিঝড় সাধারণত হারিকেন নামে পরিচিতি। সুপার সাইক্লোনের মতো চার নম্বর ক্যাটাগরির ঝড় হারিকেন হিলারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া সংস্থা।
advertisement
6/15
ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মেক্সিকো বাজা উপদ্বীপে প্রথম আঘাত হানবে। তার জেরে সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হবে। হারিক্যান হিলারি আপডেট : প্রতীকী ছবি।
advertisement
7/15
হারিকেন হিলারির জন্য সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায়। মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনার কথা বলা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে চলছে মাইকিং। হারিক্যান হিলারি আপডেট : প্রতীকী ছবি।
advertisement
8/15
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই প্রবল ঝড়ের ফলে ৩ থেকে ৬ ইঞ্চি বা ৭৬.২ মিলিমিটার থেকে ১৫২.৪ মিলিমিটার বৃষ্টি হবে। ক্যালিফোর্নিার কিছু অংশে আকস্মিক বন্যা পরিস্থিতিতে দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে।
advertisement
9/15
ক্যালিফোর্নিয়া ছাড়া দক্ষিণ নেভাদার কিছু অংশেও ভয়ানক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মার্কিন ন্যাশনান হারিকেন সেন্টারের তরফে বলা হয়েছে, সমুদ্র উত্তাল থাকবে। উপকূলের পরিস্থিতিও ভয়াবহ থাকবে। ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দক্ষিণাংশের সমস্ত এলাকাতেই ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
10/15
সান দিয়েগো কাউন্টির ক্যালিফোর্নিয়া-মেক্সিকো সীমান্ত থেকে মেনল্যান্ড মেক্সিকোয় সতর্কতা জারি করা হয়েছে। উত্তর লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা দ্বীপের জন্যও সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
11/15
হারিকেন হিলারি আর কিছু ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে বলে জানিয়েছে ন্যাশনার হারিকেন সেন্টার। জানানো হয়েছে, ঘণ্টায় ১৩০ মাইল বা প্রায় ২১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে উপকূলে।
advertisement
12/15
২১ কিলোমিটার প্রতি ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে সরছে ঝড়টি। এটি চার নম্বর ক্যাটাগরির ঝড়। ফলে এই ঝড় যেমন শক্তিশালী, তেমনই বিধ্বংসীও হবে। এই ঝড় দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল ও বিপজ্জনক বন্যার কারণ হয়ে উঠতে পারে।
advertisement
13/15
ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পূর্বাভাস অনুয়ায়ী হারিকেন হিলারি রবিবার রাতের মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া পৌঁছবে। এর আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শেযবার ১৯৩৯ সালে একটি গ্রীষ্ণমণ্ডলীয় ঝড় আঘাত হানে। তারপর এবার হারিকেন হিলারি বিধ্বংসী রূপ নিয়ে ধেয়ে আসছে ক্যালিফোকর্নিার উপকূলের দিকে।
advertisement
14/15
ক্যালিফোর্নিয়া উপদ্বীপ থেকে উত্তকরে সান্তা বারবারা কিংবা ক্যালিফোর্নিয়ার যেকোনও উপকূলে তা ল্যান্ডফল করতে পারে। কিন্তু ঝড়টি পশ্চিমে ৬৫ কিলোমিটার এগিয়ে গেলে আরও ভয়াবহতা বাড়বে।
advertisement
15/15
সেক্ষেত্রে জনবহুল এলাকা প্রভাবিত হবে। তা উদ্বেগের কারণ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। সেক্ষেত্রে অবশ্য দাবানলে পুড়ে যাওয়া এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে। ঝড়ের কারণে ভূমিধসের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।