TRENDING:

Crime: এই মহিলাকে চেনেন? ১৫ বছর ধরে খুঁজেছে গোটা দেশের পুলিশ! অপরাধ শুনলে ভয়ে কাঁপবেন

Last Updated:
Crime: জীবনের শুরুতে এই ধূসর চুলের নারী খুবই ধার্মিক ছিল। মায়ের সঙ্গে একাকি ইতালির নেপলসের একটি গ্রামে বসবাস করত।
advertisement
1/7
এই মহিলাকে চেনেন? ১৫ বছর ধরে খুঁজেছে গোটা দেশের পুলিশ! অপরাধ শুনলে ভয়ে কাঁপবেন
ইতালির কুখ্যাত মাফিয়া রাফায়েল কুটোলোর বোন। ১৯৩৭ সালে জন্ম। রোসেটা কুটোলোকে মাফিয়া সাম্রাজ্যের ‘সিস্টার অফ রাফায়েল’ নামেও ডাকা হতো।
advertisement
2/7
জীবনের শুরুতে এই ধূসর চুলের নারী খুবই ধার্মিক ছিল। মায়ের সঙ্গে একাকি ইতালির নেপলসের একটি গ্রামে বসবাস করত। গোলাপের চাষ করত। কিন্তু পরবর্তীকালে হয়ে ওঠে ভয়ঙ্কর মাফিয়া।
advertisement
3/7
ভাই মাদক সম্রাট রাফায়েল জীবনের অধিকাংশ সময় জেলেই বন্দি ছিল। এ অবস্থায় মাদক চোরাচালান ব্যবসার দায়িত্ব নেয় রোসেটা। জেল থেকে রাফায়েল যে নির্দেশ এবং পরামর্শ দিত তা পালন করত রোসেটা। ১৫ বছরের বেশি সময় ধরে গোলাপ চাষের আড়ালে মাদক সাম্রাজ্যে নিভৃতে কাজ করে গেছে এই নারী।
advertisement
4/7
রোসেটা একটি দুর্গ কিনেছিল। সেখানেই আড়ালে চলত চোরাচালান ব্যবসা। ১৯৯৩ সালে পুলিশের কাছে ধরা দেয় রোসেটা কুটোলো। অপরাধ জগতের সম্রাজ্ঞী রোসেটা ইতালিজুড়ে ছিল এক আতঙ্কের নাম।
advertisement
5/7
অথচ প্রথম জীবনে খুব নিরীহ আর ধর্মভীরু ছিলেন রোসেটা। ফুল চাষ করে জীবিকা নির্বাহ করতেন। তার ভাই রাফায়েলের কারণে পরবর্তীকালে রোসেটা হয়ে ওঠেন ভয়ঙ্কর মাফিয়া। মাদক সম্রাট রাফায়েল জীবনের অধিকাংশ সময় জেলেই বন্দী ছিলেন।
advertisement
6/7
জেলবন্দী থাকায় ভাইয়ের মাদক চোরাচালান ব্যবসা চালিয়ে নিতে থাকেন রোসেটা। জেল থেকে ভাই রাফায়েলের নির্দেশনা অনুযায়ী অপরাধ জগতে এক ভয়ঙ্কর জাল বিস্তার করেন তিনি। পথের কাঁটাকে সরিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না রোসেটা।
advertisement
7/7
যে নির্দেশ এবং পরামর্শ দিতেন তা অক্ষরে অক্ষরে পালন করতেন রোসেটা। মাদক ব্যবসার পাশাপাশি ফুলের চাষও অব্যাহত রেখেছিলেন তিনি। ফলে সহজেই পুলিশের চোখ এড়িয়ে যেতে সক্ষম হন তিনি। প্রায় পনেরো বছরের বেশি সময় এভাবে চলার পর ১৯৯৩ সালে নিজেই পুলিশের কাছে ধরা দেন রোসেটা কুটোলো।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Crime: এই মহিলাকে চেনেন? ১৫ বছর ধরে খুঁজেছে গোটা দেশের পুলিশ! অপরাধ শুনলে ভয়ে কাঁপবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল