World's safest city: বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনগুলি ? ভারতের কোনও শহর কি রয়েছে সেই তালিকায় ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Copenhagen named world's safest city: বিশ্বের সব দেশের ডিজিটাল, স্বাস্থ্য, পরিকাঠামো এবং পরিবেশগত দিক বিচার করেই প্রথম ৫০টি নিরাপদ শহরের তালিকা প্রকাশ করা হয়েছে ৷
advertisement
1/10

১. কোপেনহেগেন: বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকা প্রকাশিত হয়েছে ৷ যার মধ্যে সবার শীর্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন ৷ সিঙ্গাপুরকে টপকে এ বছর একনম্বরে উঠে এসেছে এই শহর ৷ বিশ্বের সব দেশের ডিজিটাল, স্বাস্থ্য, পরিকাঠামো এবং পরিবেশগত দিক বিচার করেই প্রথম ৫০টি নিরাপদ শহরের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ যার মধ্যে ভারতের দিল্লি এবং মুম্বইও জায়গা করে নিয়েছে ৷
advertisement
2/10
২. টরন্টো: কানাডার এই শহর রয়েছে দু’নম্বরে ৷ ১০০-র মধ্যে ৮২.২ পয়েন্ট পেয়েছে এটি ৷
advertisement
3/10
৩. সিঙ্গাপুর: এই বছর সিঙ্গাপুর র্যাঙ্ক তালিকায় তিন নম্বরে রয়েছে ৷ তাদের সংগ্রহ ৮০.৭ পয়েন্ট ৷
advertisement
4/10
৪. সিডনি: অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই শহর রয়েছে তালিকায় চার নম্বরে ৷
advertisement
5/10
৫. টোকিও: জাপানের রাজধানী টোকিও ১০০-র মধ্যে ৮০ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে ৷
advertisement
6/10
৬. অ্যামস্টারডাম: নেদারল্যান্ডসের এই শহর ৭৯.৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ৷
advertisement
7/10
৭. ওয়েলিংটন: নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন রয়েছে সপ্তম স্থানে ৷ তাদের সংগ্রহে ৭৯ পয়েন্ট ৷
advertisement
8/10
৮. হংকং: ৭৮.৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে হং কং ৷
advertisement
9/10
৯. মেলবোর্ন: অস্ট্রেলিয়ার আরেক বড় এবং গুরুত্বপূর্ণ শহর মেলবোর্ন তালিকায় রয়েছে নবম স্থানে ৷
advertisement
10/10
১০. স্টকহোম: সুইডেনের রাজধানী স্টকহোম রয়েছে দশম স্থানে ৷