বিরলতম ঘটনা! একই সঙ্গে আলাদা আলাদা পিতার যমজ সন্তানের জন্ম দিলেন মহিলা
Last Updated:
advertisement
1/6

• এমন ঘটনা বিরল বললেনও কম বলা হবে ৷ যমজ সন্তানের জন্ম দিলেন এক মহিলা ৷ কিন্তু তাঁর দুই সন্তানের বাবা আলাদা ৷ এই সত্য জানা গেল ডিএনএ টেস্টে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/6
• ঘটনাটি ঘটেছে চিনের শিয়ামেন শহরে ৷ ডিএনএ টেস্টের পর প্রকাশ্যে এল ওই মহিলার বিবাহবহির্ভূত সম্পর্কও ৷ ওই মহিলার স্বামীর প্রথম থেকেই স্ত্রী-র অন্য সম্পর্ক নিয়ে সন্দেহ ছিল ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
3/6
• পাশাপাশি যমজ সন্তানের দু’জনকে একদম আলাদা দেখতে ৷ এবং ওই ব্যক্তির দাবি, তার মধ্যে একজন একেবারেই তাঁর মতো দেখতে নয় ৷ এতেই তাঁর সন্দেহ আরও জোরাল হয় ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/6
• তিনি ডিএনএ টেস্টের দাবি জানান ৷ রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকরাও চমকে ওঠেন ৷ ডাক্তারি পরিভাষায় একে বলা হয়, হেটরোপ্যাটার্নাল সুপারফেকানডেশন। প্রতীকী চিত্র ৷
advertisement
5/6
• একই দিনে দুই পুরুষ সঙ্গীর সঙ্গে সফলভাবে সঙ্গমে লিপ্ত হলে এই ধরণের ঘটনা ঘতে পারে বলে জানান চিকিৎসকরা ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
6/6
• ওই মহিলা অবশ্য প্রথমে রিপোর্টের কথা মানতে চাননি ৷ তবে শেষ পর্যন্ত তিনিও স্বীকার করে নেন যে, তাঁর অন্য পার্টনার রয়েছে ৷ প্রতীকী চিত্র ৷