advertisement
1/6

♦ কথায় আছে ‘এক কান দিয়ে শুনে, আরেক কান দিয়ে কথা বের করে দেওয়া ৷’৷ কিংবা ‘কোনও কথাই কানে ঢোকে না’৷ এমনতরো কতশত প্রবাদই না রয়েছে ৷ তবে, এমন ধরনের ঘটনাও যে ঘটে, চিনের এই খবরটি সামনে না এলে বোঝাই যেত না ৷
advertisement
2/6
♦ কিন্তু ঠিক কী ঘটেছে ? আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে ৷ চিনের এক মহিলা এক অদ্ভূত সমস্যায় ভুগছেন। তিনি পুরুষ ব্যক্তিদের কথা শুনতে পাচ্ছেন না। শত চেষ্টা করেও একবর্ণ কানে ঢুকছে না তাঁর।
advertisement
3/6
♦ তবে, আশ্চর্যজনকভাবে মহিলাদের কণ্ঠস্বর কিন্তু দিব্যি শুনতে পারছেন তিনি ৷ যা দেখে রীতিমতো বিস্মিত চিকিৎসকরা ৷
advertisement
4/6
♦ ওই মহিলার নাম চেন। তিনি শিয়ামেন শহরের বাসিন্দা। এটি চীনের পূর্ব উপকূলে অবস্থিত। চেন চিকিৎসকদের জানান, হঠাৎ একদিন সকালে উঠে তিনি আবিষ্কার করেন কোনও পুরুষের গলার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন না। এমনকী নিজের বয়ফ্রেন্ডের গলার আওয়াজও নয়।
advertisement
5/6
♦ চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পেরেছেন, চেন রিভার্স–স্লোপ হিয়ারিং লস রোগে আক্রান্ত। যার ফলে তিনি শুধুমাত্র হাই ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পাবেন। চিকিৎসকেরা মনে করছেন ক্লান্তি থেকে এই ধরণের সমস্যা তৈরি হতে পারে।
advertisement
6/6
♦ রিপোর্ট অনুযায়ী, কানে শোনার এমন বিরল সমস্যায় আক্রান্ত হওয়ার আগে চেন, বমি ভাব ও কানে ঘণ্টার আওয়াজ বেজে উঠছিল। পরেরদিন সকালে ঘুম থেকে উঠে আচমকা তিনি এই ঘটনা প্রত্যক্ষ করেন। হাসপাতালে গিয়ে ইএনটি বিশেষজ্ঞ দেখালে আসল ঘটনা সামনে আসে। মহিলা চিকিৎসক জানান, তাঁর কথা শুনতে পেলেও অন্য পুরুষ রোগীদের কথা শুনতে পাচ্ছিলেন না চেন। তারপর আরও পরীক্ষার পর পুরো বিষয়টি পরিষ্কার হয়।