TRENDING:

গোপন তথ্য ফাঁস: পাকিস্তান-চিন হাত মিলিয়ে তৈরি করছে ভয়ঙ্কর জৈব অস্ত্র, নিশানা ভারত

Last Updated:
বন্ধু পাকিস্তান ও চিনের মধ্যে হওয়া গোয়েন্দা চুক্তিতে চিন্তা বাড়ল ভারতের। সূত্রের খবর, ৩ বছরের এই চুক্তিতে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জৈব অস্ত্র বানাবে চিন, নিশানা হবে ভারত!
advertisement
1/6
গোপন তথ্য ফাঁস:পাকিস্তান-চিন হাত মিলিয়ে তৈরি করছে ভয়ঙ্কর জৈব অস্ত্র, নিশানা ভারত
গলায় গলায় বন্ধু পাকিস্তান ও চিনের মধ্যে হওয়া গোয়েন্দা চুক্তিতে চিন্তা বাড়ল ভারতের। সূত্রের খবর, ৩ বছরের এই চুক্তিতে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জৈব অস্ত্র বানাবে চিন, নিশানা হবে ভারত!
advertisement
2/6
চুক্তি হয়েছে চিনের Wuhan Institute of Virology আর পাকিস্তানি সেনার Defense Science and Technology Organisation (DESTO)-র মধ্যে। এই দুই সংস্থা যুক্তভাবে সংক্রামক রোগ নিয়ে পরীক্ষানীরিক্ষা চালাবে বলে জানা যায়। পাশাপাশি ট্রান্সমিটেড ডিজিস-এর বায়োলজিকাল কন্ট্রোল নিয়েও হবে নানা গবেষণা! Representative image
advertisement
3/6
চিনের ইউহানে প্রথম দেখা দেয় করোনা সংক্রমণ! আমেরিকা-সহ বিভিন্ন দেশের দাবি, ইউহানের ভায়রোলজি ল্যাব থেকেই ছড়ায় করোনা ভাইরাস! যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে চিন। সূত্রের খবর, সেই ভায়রোলজি ল্যাবেই জৈব অস্ত্রের চাষ করছে চিন, হাত মিলিয়েছে পাকিস্তানও। Representative image
advertisement
4/6
সূত্রের খবর, পাকিস্তানি সেনার Defense Science and Technology Organisation (DESTO) অ্যানথ্রাক্স নিয়ে বেশকিছু গবেষণা করছে। পাকিস্তান ও চিনের যৌথ গবেষণায় ইতিমধ্যেই মাটি থেকে Bacillus Thuringiensis (BT) ভাইরাস সংগ্রহ করা হয়েছে। এই ভাইরাসের Bacillus Anthracis বা অ্যানথ্রাক্স-এর সঙ্গে বিশেষ মিল রয়েছে! আশঙ্কার খবর, করোনার এই প্রবল প্রকোপের সময়ই চিন জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এগুলিকে। আশঙ্কা, প্লেগ, ইবোলা, এসএআরএস-এর মতো ভাইরাসকেও জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে চিন ও পাকিস্তান। Representative image
advertisement
5/6
সূত্রের খবর, ইতিমধ্যেই, চিন-পাকিস্তান যৌথ প্রজেক্ট ভয়াবহ Crimean-Congo Hemorrhagic Fever Virus (CCHFV)-এর উপর পরীক্ষা নীরিক্ষা চালিয়েছে। CCHFV এক জাতীয় র‍্যাপিড-অনসেট ফিভার ভাইরাস, আক্রান্তের মধ্যে ২৫ শতাংশের মৃত্যু নিশ্চিত। অনেকটা ইবোলা ভাইরাসের মত। এটি ক্লাস 'class-4' মাইক্রোঅরগ্যানিজম, রিস্ক ফ্যাক্টর সর্বোচ্চ। Representative image
advertisement
6/6
অভিযোগ, পাকিস্তান CCHFV নিয়ে এমন গবেষণাগারে পরীক্ষা চালাচ্ছে, যার এই ধরণের প্রাণঘাতী ভাইরাস নিয়ে পরীক্ষা করার পরিকাঠামো বা অনুমতি দুটোই নেই। কাজেই গবেষণাগার থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। Representative image
বাংলা খবর/ছবি/বিদেশ/
গোপন তথ্য ফাঁস: পাকিস্তান-চিন হাত মিলিয়ে তৈরি করছে ভয়ঙ্কর জৈব অস্ত্র, নিশানা ভারত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল