China Unemployment: চিনের লক্ষ লক্ষ যুবক বেকার, সরকারি অফিসে কেরানির চাকরির আবেদন ইঞ্জিনিয়ারদের
- Published by:Pooja Basu
Last Updated:
বিশ্বের অনেক বড় অর্থনীতির তুলনায় চিনে বেকারত্বের হার বেশি। চিনে বেকারত্বের হার ১৯.৩%, আমেরিকায় বেকারত্বের হার তার মাত্র অর্ধেক।
advertisement
1/6

চিনে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্ব দ্রুত বাড়ছে। তাই, ২০২২ সালে অনেক গবেষণায় দেখা গিয়েছে যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা যুবকরা এখন সরকারি অফিসে কেরানির চাকরির জন্য আবেদন করছেন৷ এই তালিকায় রয়েছে প্রায় ১.৫ কোটি যুবক।
advertisement
2/6
সম্ভবত এই বছর চিনে চাকরির ক্ষেত্রে নতুন শিক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ। করোনার সময়ে সরকারের কঠোর নীতির কারণে অনেক সংস্থায় কর্মী ছাঁটাই হয়েছে। এ কারণে অনেক মানুষ বেকার হয়ে পড়েন। একই সঙ্গে রিয়েল এস্টেট ও শিক্ষা সংশ্লিষ্ট সংস্থায় সরকারি নীতির প্রভাবে পড়েছে।
advertisement
3/6
এ বছর ১.৭৬ কোটি কলেজ স্নাতক হয়েছেন৷ ফলে চাকরির সঙ্কট তৈরি হয়েছে। চিনে প্রায় ৮০ লক্ষ যুবক বেকার।
advertisement
4/6
বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝেং ইউহুয়াং বলেন, ২০২২ সাল চিনের জন্য খুবই কঠিন সময়৷ ঝেং-এর মতে, ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে চিনে সাড়ে লক্ষ কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। ৩১ লক্ষ ব্যবসায়ী পরিবার দেউলিয়া হয়ে গিয়েছে।
advertisement
5/6
সম্প্রতি চিনের অনেক ব্যাঙ্ক থেকে টাকা তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যাঙ্ক অব চায়না জানিয়েছে, এখানে জমা হওয়া অর্থ বিনিয়োগ। এটা অপসারণ করা যাবে না৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে চিনে ব্যাপক বিক্ষোভ চলছে।
advertisement
6/6
চিনের কমিউনিস্ট সরকার জনগণকে অর্থ তোলা থেকে বিরত রাখতে প্রচুর পরিমাণে সেনাবাহিনীর ট্যাঙ্ক রাস্তায় নামিয়েছে।