India China Bangladesh: অরুণাচল, কাশ্মীর নাকি চিনের অংশ! ভারতের মানচিত্র নিয়ে বাংলাদেশকে হুমকি বেজিংয়ের, নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India China Bangladesh: বাংলাদেশের ইউনূস সরকারকে হুমকি চিনের। নেপথ্যে ভারতের মানচিত্র। প্রাথমিক ভাবে চমকপ্রদ মনে হলেও এমন ঘটনাই ঘটেছে।
advertisement
1/6

বাংলাদেশের ইউনূস সরকারকে হুমকি চিনের। নেপথ্যে ভারতের মানচিত্র। প্রাথমিক ভাবে চমকপ্রদ মনে হলেও এমন ঘটনাই ঘটেছে। বাস্তবে বাংলাদেশের পাঠ্যবইতে অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনকে ভারতের অংশ হিসাবে দেখানো নিয়ে আপত্তি তুলেছে চিন।
advertisement
2/6
আকসাই চিন বাস্তবে কাশ্মীরের অংশ। কিন্তু দীর্ঘ দিন ধরে চিন ওই অংশকে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে। এই ঘটনা প্রযোজ্য অরুণাচলের জন্যও। অরুণাচল প্রদেশকে চিন জ্যাংনান বলে, সেই সঙ্গে অরুণাচলকে চিন নিজেদের এলাকা বলে দাবি করে।
advertisement
3/6
এবার সেই প্রসঙ্গে চিনের চোখরাঙানির মুখে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পাঠ্যবইয়ে ভুল তথ্য নিয়ে চীন ও ভারত সীমান্ত ইস্যুতে ঢাকাকে জানায় বেইজিং। চিনের দাবি, মানচিত্রে অরুণাচলের অংশকে ভারতের দেখানো হয়েছে, তা চীনের জ্যাংনান।
advertisement
4/6
সেই সঙ্গে কাশ্মীরের একটি অংশ, তা জিংজিয়াং প্রদেশের আকসাই চীন। যা দীর্ঘদিন ধরে চীনের দখলে রয়েছে। ‘জ্যাংনান’ এবং ‘আকসাই চীন’ বহু বছর ধরেই চীনের অংশ– এমন দাবি করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে বেইজিং।
advertisement
5/6
এখানেই শেষ নয়, বাংলাদেশের পাঠ্যপুস্তকে প্রকাশিত হংকং এবং তাইওয়ান চিনের অবিচ্ছেদ্য অংশ, স্বাধীন অংশ নয়। এই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রকের এক কর্তা বলেন, “চীনের আপত্তির পরিপ্রেক্ষিতে বিষয়টি আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি। তবে তারা এমন সময় বিষয়টি জানিয়েছে, ততদিনে নতুন বই ছাপার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আগামীতে বিষয়গুলোকে আমলে নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে”।
advertisement
6/6
তবে হাসিনার পতনের পরেই যে এই বিষয়টি নিয়ে চিনের চোখরাঙানি শুরু হয়েছে, সেই কথা গোপন করেননি বিদেশমন্ত্রকের ওই কর্তা, তাঁর দাবি ৫ আগস্টের আগে এ বিষয়গুলো নিয়ে কখনও আপত্তি তোলেনি চীন, তবে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের বিষয়টি সামনে এনেছে।