China Pakistan: ফের জাত চিনিয়ে দিল চিন! ভারত-পাক সংঘর্ষবিরতি হতেই এমন কাজ করল চিন, চমকে উঠবেন শুনে! উচিত জবাব ভারতের দোভালেরও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
China Pakistan: শুধু পাকিস্তানই নয়, এহেন পরিস্থিতিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।
advertisement
1/7

পুরোদমে ‘যুদ্ধে’ জড়াচ্ছ না ভারত ও পাকিস্তান। কারণ দুই পরমাণু শক্তিধর সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে। এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘ট্রাম্প সোশ্যাল’-এ মার্কিন প্রেসিডেন্ট লেখেন, 'রাতভর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পরে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে। কমন সেন্স (বাস্তবজ্ঞান) এবং বুদ্ধি প্রয়োগ করার জন্য দু'দেশকেই ধন্যবাদ। এই ব্যাপারটায় গুরুত্ব দেওয়ায় ধন্যবাদ।'
advertisement
2/7
কিন্তু এরই পর নিজের আসল চেহারা ফের দেখিয়ে দিল চিন। পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়ে চিন জানিয়ে দিল, আগামীতেও পাকিস্তানের পাশে থাকবে তারা। পাকিস্তানের সার্বভৌমত্ব, সীমান্তের অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতা ধরে রাখতে সবরকম ভাবে সাহায্য করবে। চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেছেন। পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথোপকথনে এই বার্তা দিয়েছে চিন।
advertisement
3/7
সূত্রের আরও খবর, ওয়াং ই-র কাছে ভারতের সঙ্গে যুদ্ধ জিগির সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন দার। তাতে চিনা বিদেশমন্ত্রীর বার্তা, চ্যালেঞ্জ নিয়েও যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে শাহবাজ শরিফ প্রশাসন, তা প্রশংসার।
advertisement
4/7
এরপরই পাক বিদেশমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''পাকিস্তানের বরাবরের বন্ধু, পারস্পরিক সহযোগী দেশ চিন। এই পরিস্থিতিতে সেই বন্ধুত্বই অটুট রাখার বার্তা দিয়েছেন ওয়াং। সেইসঙ্গে পাকিস্তানের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে যে কোনও পদক্ষপের পাশে থাকার কথা বলেছেন চিনা বিদেশমন্ত্রী।''
advertisement
5/7
তবে, শুধু পাকিস্তানই নয়, এহেন পরিস্থিতিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। পহেলগাঁও হামলার নিন্দা করে চিনের মত, ভারত এবং পাকিস্তান যেন শান্তি বজায় রাখে।
advertisement
6/7
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও পাকিস্তানের এহেন হামলায় ক্ষুব্ধ ভারত। শত্রুদের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। এহেন পরিস্থিতিতে ফোনে দোভালের সঙ্গে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাফ জানিয়ে দেন, পহেলগাঁও হামলায় যথেষ্ট ক্ষতি হয়েছে ভারতের। তাই সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ করা জরুরি ছিল। তবে ভারত মোটেই যুদ্ধ চায় না। বরং আঞ্চলিক শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনাই কাম্য।
advertisement
7/7
দোভালের সঙ্গে কথোপকথনের সময়ে চিনের বিদেশমন্ত্রী জানান, ভারতের এমন অবস্থান প্রশংসনীয়। পহেলগাঁও হামলার নিন্দাও করেন চিনা বিদেশমন্ত্রী। তাঁর বিবৃতিতে বলা হয়, ‘বহু কষ্টে এশিয়ায় শান্তি আনা গিয়েছে। সেটা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ভারত এবং পাকিস্তান দুই দেশই চিনের প্রতিবেশী। তাই বেজিং আশা করে দু’পক্ষই শান্ত থাকবে, ধৈর্য্য ধরবে। আগামী দিনে অশান্তি না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে। চিন চায় ভারত এবং পাকিস্তান দীর্ঘমেয়াদি সংঘর্ষবিরতিতে রাজি হোক।’