TRENDING:

বিশ্ব উষ্ণায়নের ফলে গলছে বরফ, হিমবাহ কম্বল দিয়ে ঢাকার ব্যবস্থা চিনের বিজ্ঞানীদের

Last Updated:
তবে, এই কম্বল সাধারণ কোনও কম্বল নয়। এই বিশেষ কম্বলগুলি তৈরি হয়েছে অ্যাডভান্সড জিওটেক্সটাইল দিয়ে। যা পরিবেশবান্ধব
advertisement
1/5
বিশ্ব উষ্ণায়নের ফলে গলছে বরফ, হিমবাহ কম্বল দিয়ে ঢাকার ব্যবস্থা চিনের বিজ্ঞানীদের
বিশ্ব উষ্ণায়নের ফলে বাড়ছে তাপমাত্রা। গলছে বরফ। গলছে হিমবাহও। হিমবাহ বাঁচাতে নতুন পদ্ধতি আবিস্কার করল চিন। কম্বল জড়িয়ে বরফ গলা আটকানোর চেষ্টায় চিনের বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের ফলে সাঙ্ঘাতিক সব বিপদ আস্তে আস্তে চারপাশ থেকে আমাদের ঘিরে ধরছে। প্রতি মুহূর্তেই পৃথিবীর বুকে টলমল করছে আমাদের অস্তিত্ব। বিজ্ঞানীরা একের পর এক সতর্কবার্তা দিয়ে চলেছেন। (Photo: Representative)
advertisement
2/5
তবুও এই নিয়ে অনেকেই উদাসীন। বহু মানুষ এ-ও দাবি করছেন, বিশ্ব উষ্ণায়নের ফলে বিশ্বে জলবায়ু পরিবর্তনের তেমন কোনও প্রভাব দেখা যায়নি। কিন্তু সমীক্ষা বলছে, সেটা ঠিক নয়। বিশ্ব উষ্ণায়নের প্রভাব জলবায়ু পরিবর্তনে রয়েছে। এবং এর ফলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বাড়ার ফলে বরফ গলতে শুরু করেছে। যা আটকাতে এবার অভিনব পদ্ধতি শুরু করলেন চিনের বিজ্ঞানীরা। (Photo: Representative)
advertisement
3/5
এমনিতে কম্বল আমরা গরম লাগার জন্য ব্যবহার করি। অর্থাৎ খুব ঠাণ্ডায় কম্বল ব্যবহার করলে আরাম লাগে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, কম্বল কোনও কিছু ঠাণ্ডা রাখতেও সাহায্য করে। আর তাই বিরাট বিরাট কম্বল দিয়ে হিমবাহ ঢেকে ফেলার কাজ শুরু হয়েছে। তবে, এই কম্বল সাধারণ কোনও কম্বল নয়। এই বিশেষ কম্বলগুলি তৈরি হয়েছে অ্যাডভান্সড জিওটেক্সটাইল দিয়ে। যা পরিবেশবান্ধব। এটি হিমবাহতে চাপা দেওয়ার ফলে সূর্যের সরাসরি তাপ থেকে এগুলি বাঁচছে, ফলে বরফ গলার মাত্রা কমছে। (Photo: Representative)
advertisement
4/5
তবে, বিজ্ঞানীরা বলেছে, কম্বলের দ্বারা পুরোপুরি বরফ গলা আটকানো যাবে না। শুধুমাত্র বরফ গলার পরিমাণ কমানো যেতে পারে। কিন্তু বিশ্ব উষ্ণায়নের প্রভাব এর উপরে থাকবেই। এই পদ্ধতি শুধু চিনই মেনে চলছে এমন নয়, ২০০৯ সাল থেকে সুইৎজারল্যান্ডও এই একই পদ্ধতিতে বরফ গলা কমানোর চেষ্টা করছে। এবং দক্ষিণের সুইস আল্পসের হিমবাহগুলিকে থার্মাল ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রেখেছে। (Photo: Representative)
advertisement
5/5
এদিকে, চিনের সবচেয়ে তাড়াতাড়ি গলতে শুরু হওয়া সিচুয়ান প্রদেশের হিমবাহগুলিকে ঢেকে রাখা হয়েছে। দাগু হিমবাহকে ঢাকতে প্রায় ৫০০ স্কোয়্যার মিটারের মতো বড় কম্বল তৈরি করা হয়েছে। এই কম্বল ঢাকার প্রকল্পের দায়িত্বে রয়েছে নর্থওয়েস্ট ইন্সটিটিউট অফ ইকো-এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্সেস। গত বছর অগস্ট মাসের শুরুতে এই নিয়ে কাজ শুরু হয়। এবং বিজ্ঞানীরা দেখেন, এই পদ্ধতিতে হিমবাহ গলা একটু হলেও কমেছে। (Photo: Representative)
বাংলা খবর/ছবি/বিদেশ/
বিশ্ব উষ্ণায়নের ফলে গলছে বরফ, হিমবাহ কম্বল দিয়ে ঢাকার ব্যবস্থা চিনের বিজ্ঞানীদের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল