TRENDING:

লাদাখ সংঘর্ষের ঠিক আগে চিনা বাহিনীতে যোগ দেয় মার্শাল আর্ট ফাইটার, পর্বতারোহীদের দল

Last Updated:
advertisement
1/7
লাদাখ সংঘর্ষের ঠিক আগে চিনা বাহিনীতে যোগ দেয় মার্শাল আর্ট ফাইটার, পর্বতারোহীরা
ভারতীয় সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঠিক আগেই চলতি মাসে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিজেদের বাহিনীতে মার্শাল আর্ট ফাইটার এবং পর্বতারোহীদের যুক্ত করেছিল পিএলএ৷ চিনের সরকারি সংবাদমাধ্যমেই এই খবর প্রকাশিত হয়েছে৷ PHOTO- REUTERS
advertisement
2/7
দু' দেশের সীমান্তে উত্তেজনা একেবারেই নতুন কিছু নয়৷ কিন্তু চলতি মাসে দুই বাহিনীর মধ্যে হওয়া সংঘর্ষ গত ৫০ বছরে সবথেকে রক্তক্ষয়ী ছিল বলে দাবি করা হচ্ছে৷ প্রতীকী ছবি৷ PHOTO- ANI
advertisement
3/7
চিনের মিলিটারি বিভাগের সরকারি সংবাদপত্র চায়না ন্যাশনাল ডিফেন্স নিউজ-এর খবর অনুযায়ী, মাউন্ট এভারেস্ট অলিম্পিক টর্চ রিলে দলের প্রাক্তন কয়েকজন সদস্য এবং একটি মিক্সড মার্শাল আর্ট ক্লাবের ফাইটাররা গত ১৫ জুন লাসা-তে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য হাজির হয়েছিলেন৷ PHOTO- REUTERS
advertisement
4/7
চিনের সরকারি সংবাদমাধ্যমের সিসিটিভি ফুটেজেই দেখা গিয়েছে, তিব্বতের রাজধানীতে হাজারে হাজারে নতুন বাহিনী জড়ো হচ্ছে৷PHOTO- REUTERS
advertisement
5/7
পিএলএ-এর তিব্বতের কম্যান্ডার ওয়াং হাইজাং দাবি করেছেন, এনবো ফাইট ক্লাবের সদস্যদের অন্তর্ভুক্তি সাংগঠনিক ভাবে তাঁদের বাহিনীর শক্তি অনেকটাই বৃদ্ধি করবে৷ তাঁদের এক জায়গা থেকে অন্যত্র দ্রুত সরাতেও সুবিধে হবে৷ এর পাশাপাশি শত্রুপক্ষকে দ্রুত জবাব দেওয়া এবং বাহিনীকে সাহায্য করার ক্ষেত্রেও এই নতুন নিয়োগ যথেষ্ট সাহায্য করবে৷PHOTO- REUTERS
advertisement
6/7
ঘটনাচক্রে সেদিন গভীর রাতেই লাসা থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে লাদাখের গালওয়ানে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পরে ভারত এবং চিনের বাহিনী৷ সেই ঘটনায় ভারতের ২০ জন সেনার মৃত্যু হয়৷ যদিও চিনের কতজন সেনার মৃত্যু হয়েছে, সে বিষয়ে মুখ খোলেনি বেজিং৷ PHOTO- REUTERS
advertisement
7/7
ভারতও বৃহস্পতিবার জানিয়েছে, চিনের সঙ্গে পাল্লা দিয়ে তারাও হিমালয় সংলগ্ন পার্বত্য এলাকায় সীমান্তে নিজেদের বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
লাদাখ সংঘর্ষের ঠিক আগে চিনা বাহিনীতে যোগ দেয় মার্শাল আর্ট ফাইটার, পর্বতারোহীদের দল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল