TRENDING:

কিশোর বয়সে 'বিশ্রি' বলে কটাক্ষ, তিনবার স্তন প্রতিস্থাপনে জবাব দিলেন সুন্দরী, দেখুন ছবি

Last Updated:
advertisement
1/6
কিশোর বয়সে 'বিশ্রি' বলে কটাক্ষ, তিনবার স্তন প্রতিস্থাপনে জবাব দিলেন সুন্দরী, দেখুন ছবি
সেলিন সেনটিনো ৷ বয়স ২৪ ৷ সুইৎজারল্যান্ডের জুরিখের বাসিন্দা ৷ পেশায় হেয়ার ড্রেসার ৷ তবে চর্চায় এসেছেন শরীরে একাধিক প্লাস্টিক সার্জারির জন্য ৷ শরীরের প্রায় একাধিক সার্জারি হয়েছে ৷ যদিও এছাড়া কোন উপায় ছিল না তাঁর কাছে, বলছেন সেলিন ৷ Photo Courtesy: Instagram
advertisement
2/6
ছোট থেকে অন্য আর পাঁচটা মেয়ের মতই বেড়ে উঠছিল সেলিন ৷ টিন এজে পড়তেই তাকে নানাভাবে উত্যক্ত করা হত ৷ বিশ্রি দেখতে এমন শুনতে হয়েছে বহুবার ৷ এমনভাবে টিটকারি করা হত ৷ কোনভাবে তা মানতে পারতেন না তিনি ৷ ঘনঘন শরীর খারাপ হত ৷ ভয়ঙ্কর বিষন্নতার শিকার হয়ে পড়ছিলেন ৷ তখনই প্লাস্টিক সার্জারির সিদ্ধান্ত নিলেন ৷ Photo Courtesy: Instagram
advertisement
3/6
নিজেকে সুন্দর করে তুলতে তিনবার স্তন প্রতিস্থাপন করেছেন তিনি ৷ যার ফলে স্তনের আকার বেড়েছে কয়েকগুণ ৷ ২০১৩ থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া ৷ শুধু স্তন নয় নাক, গাল, ঠোঁট, থুতনি সবকিছুরই সার্জারি করিয়েছেন তিনি ৷ Photo Courtesy: Instagram
advertisement
4/6
এর জন্য খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা ৷ তবে এখন তিনি দারুণ আর্কষণীয় ৷ আর কোন রকম খারাপ মন্তব্য শুনতে হয় না সেলিনকে ৷ এখন তিনি এক কথায় সুন্দরী ৷ অনেক পুরুষ তাঁর সান্নিধ্য কামনা করেন ৷ ইনস্টাগ্রামে তাঁর ভক্তের সংখ্যা ৪৩ হাজার ৷ সকলেই তাঁর সৌন্দর্য্যে মুগ্ধ, জানিয়েছেন সুন্দরী নিজেই ৷ Photo Courtesy: Instagram
advertisement
5/6
ছোট থেকে যে অপমান সহ্য করতে হয়েছিল তা এখন অতীত ৷ খুশি হতে যেই পদক্ষেপ আমি নিয়েছিলাম তাতে আমি সন্তুষ্ট ৷ বলছেন সুন্দরী ৷ Photo Courtesy: Instagram
advertisement
6/6
আপাতত সৌন্দর্য্যের জন্য চর্চিত হচ্ছেন সেলিনা ৷ Photo Courtesy: Instagram
বাংলা খবর/ছবি/বিদেশ/
কিশোর বয়সে 'বিশ্রি' বলে কটাক্ষ, তিনবার স্তন প্রতিস্থাপনে জবাব দিলেন সুন্দরী, দেখুন ছবি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল