TRENDING:

Cat: বিড়াল পুষলে, যত্ন করলেই মিলবে দারুণ ফ্ল্যাট-প্রচুর টাকা! কোথায় কীভাবে পেতে পারেন এত সম্পত্তি জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:
Cat: বৃদ্ধ লং এখন সিদ্ধান্ত নিয়েছেন, সিয়ানবার মৃত্যুর আগ পর্যন্ত দেখাশোনা করবে এমন বিশ্বস্ত কাউকে তিনি খুঁজে বের করবেন।
advertisement
1/7
বিড়াল পুষলে, যত্ন করলেই মিলবে দারুণ ফ্ল্যাট-প্রচুর টাকা! কোথায় পেতে পারেন এত সম্পত্তি?
অবাক কাণ্ড! চিনের গুয়াংডং প্রদেশের ৮২ বছরের লং এখন ভাইরাল। তাঁর স্ত্রী মারা গিয়েছেন অনেক বছর আগে, সন্তানও নেই। একাই থাকতেন তিনি।
advertisement
2/7
একদিন বৃষ্টির মধ্যে রাস্তা থেকে তুলে আনা চারটি বিড়াল ছিল তাঁর একমাত্র সঙ্গী। সময়ের সঙ্গে তিনটি মারা যায়। বেঁচে আছে শুধু 'সিয়ানবা'—একটি সিয়ামি বিড়াল।
advertisement
3/7
বৃদ্ধ লং এখন সিদ্ধান্ত নিয়েছেন, সিয়ানবার মৃত্যুর আগ পর্যন্ত দেখাশোনা করবে এমন বিশ্বস্ত কাউকে তিনি খুঁজে বের করবেন। আর যিনি সেই দায়িত্ব নেবেন, তাঁকেই দিয়ে যাবেন নিজের ফ্ল্যাট, জমি আর জমানো সমস্ত অর্থ।
advertisement
4/7
স্থানীয় টিভি চ্যানেলে লং জানান, 'সিয়ানবার জন্য সঠিক অভিভাবক ছাড়া আমি মরতে চাই না।' চিনের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তোলপাড়। কেউ বলছেন, "যদি কেউ এই প্রস্তাব গ্রহণ না করে, তাহলে বুঝতে হবে, মানুষ আর প্রাণীকে ভালোবাসে না।"
advertisement
5/7
কেউ আবার সতর্ক করছেন, "অনেকে শুধু টাকার লোভে বিড়াল দত্তক নিতে পারে, পরে তার ওপর অত্যাচারও হতে পারে।" চিনে এখনও প্রাণী নির্যাতন প্রতিরোধে নির্দিষ্ট আইন নেই। তবে পোষা প্রাণীর বাজার দ্রুত বাড়ছে।
advertisement
6/7
২০২৪ সালে চিনে বিড়াল-কুকুরের সংখ্যা ছিল প্রায় ১২ কোটি ৪০ লাখ। মোট বাজার মূল্য প্রায় ৪২০০ কোটি মার্কিন ডলার!
advertisement
7/7
এমনকি অনেকেই সম্পত্তির লোভ ছাড়াই সিয়ানবাকে নিতে আগ্রহ দেখিয়েছেন। এক নারী বলেন, 'আমিও ভাবি, আমার মৃত্যুর পর আমার বিড়ালের কী হবে?'
বাংলা খবর/ছবি/বিদেশ/
Cat: বিড়াল পুষলে, যত্ন করলেই মিলবে দারুণ ফ্ল্যাট-প্রচুর টাকা! কোথায় কীভাবে পেতে পারেন এত সম্পত্তি জানেন? শুনে চমকে উঠবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল