TRENDING:

গাড়ি থেকে কন্ডোম, হ্যারি-মেগানের জন্য সবই স্পেশাল

Last Updated:
advertisement
1/7
গাড়ি থেকে কন্ডোম, হ্যারি-মেগানের জন্য সবই স্পেশাল
১৯ মে বিয়ে ব্রিটেনের ছোট রাজকুমারের । ডিভোর্সি মেগান মর্কেলকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে এর মধ্যেই রাজবাড়ির ঐতিহ্য ভেঙেছেন তিনি । রয়্যাল ওয়েডিং-এর সব কিছুই স্পেশ্যাল । নিজেদের সেরা নিয়ে তাই হাজির বিভিন্ন সংস্থাও । গাড়ি থেকে খাবার, এমনকী কন্ডোমও স্পেশ্যাল রাজপুত্রের । ছবি: সংগৃহীত ।
advertisement
2/7
বিয়ে উপলক্ষে তাদের বিশেষ কন্ডোম লঞ্চ করেছেন কন্ডোম ব্র্যান্ড ক্রাউন জুয়েল । যাতে প্রমিস করা হয়েছে রিগ্যাল ফিটিং ও রয়্যাল ইউনিয়ন । ছবি: সংগৃহীত ।
advertisement
3/7
ড্রাইভিং উইথ হ্যারি অ্যান্ড মেগান । গাড়ি ব্র্যান্ড দ্য মিনি তৈরি করেছে একটি স্পেশাল মিনি হ্যাচ । যা বিয়ের পর দান করা হবে হ্যারি-মেগানের পছন্দের কোনও স্বেচ্ছাসেবী সংস্থাকে । গাড়ির ছাদ ডিজাইন করা হয়েছে ব্রিটিশ ও মার্কিন পতাকার মোটিফে । লেখা রয়েছে, মেগান লাভস হ্যারি । ছবি: সংগৃহীত ।
advertisement
4/7
বিয়ে উপলক্ষে রয়্যাল ট্যুর প্যাকেজও লঞ্চ করেছে একটি টুরিজম সংস্থা । আটদিনের এই ট্যুরে ঘুরে দেখানো হবে ব্রিটিশ রাজবাড়ির আনাচ-কানাচ । খরচ পড়বে, ১৭ লক্ষ পাউন্ড । ছবি: সংগৃহীত ।
advertisement
5/7
বিয়ের জন্য একটি বিশেষ নয় লাইনের প্রেয়ারও তৈরি করেছে দ্য অ্যাংলিকান চার্চ । "গড অফ লাভ/সেন্ড ইয়োর ব্লেসিং আপন হ্যারি অ্যান্ড মেগান" । ছবি: সংগৃহীত ।
advertisement
6/7
মার্কিন চ্যানেল লাইফটাইম তৈরি করেছে একটি ফিল্ম । নাম "ওয়েন হ্যারি মেট মেগান: আ রয়্যাল রোম্যান্স" ।
advertisement
7/7
খাওয়া ছাড়া কি আর বিয়ে হয় । আর তাই সব কিছুই যখন হল খাওয়া কি আর বাদ যায় ? সুশি রেস্তোরাঁ ইতসু তৈরি করেছে স্পেশাল হ্যারি মেট মেগান লাঞ্চবক্স । যাতে রয়েছে স্যামন, ইয়েলোফিন টুনা নিগ্রি, অ্যাভোকাডো, শ্রেডেড গাজর, গ্রিন বিনস, ফ্রেশ মিন্ট মাকি, হোয়াইট জিঞ্জার ও সয় সস ।
বাংলা খবর/ছবি/বিদেশ/
গাড়ি থেকে কন্ডোম, হ্যারি-মেগানের জন্য সবই স্পেশাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল