'' যে সবচেয়ে বেশি দর হাঁকবেন, তাঁর শয্যাসঙ্গিনী হব''-- নিজের সতীত্ব অনলাইন নিলামে তুললেন তরুণী
Last Updated:
advertisement
1/4

১৮ বছরের তরুণীর আজব, অদ্ভুত দাবিতে শোরগোল নেট দুনিয়ায়! কন্যের বক্তব্য, তিনি স্বাবলম্বী হয়েছেন সেটা প্রমাণ করতে চান। আর তাই নিজের সতীত্বকে অনলাইনে নিলামে তুললেন। যে সবচেয়ে বেশি দর হাঁকবেন, একরাতের জন্য তাঁরই শয্যাসঙ্গিনী হবেন তিনি! Photo Source: Collected
advertisement
2/4
এহেন আজব ইচ্ছে লন্ডনের বাসিন্দা জাদে-র। তিনি জানান, '' বাবার অবর্তমানে মা অনেক কষ্ট করে আমায় বড় করে তুলেছেন। তাঁকে সাহায্যের জন্য আমার এই সিদ্ধান্ত ৷ আমি চাই, এই নিলামের টাকা মায়ের হাতে তুলে দিতে এবং বাকি জীবন আনন্দে কাটাতে৷” Photo Source: Collected
advertisement
3/4
বর্তমানে কমার্স বিভাগে পড়াশোনা করছেন জাদে ৷ এই টাকায় তিনি আরও বেশি পড়াশোনা করতে চান। নিজের একটা ব্যবসা ও সুন্দর জীবনের স্বপ্ন দেখেন। জাদে জানান, এই সতীত্ব নিলামের সিদ্ধান্ত একেবারেই তাঁর ব্যক্তিগত৷ Photo Source: Collected
advertisement
4/4
জাদে জানিয়েছেন, অনলাইন নিলামে তাঁর সতীত্বের ন্যূনতম মূল্য ধার্য্য হয়েছে ১০ হাজার ইউরো ৷ অনুমান, সতীত্বের দর ১৫ লক্ষ ইউরো পর্যন্ত উঠতে পারে ৷ তাঁর ইচ্ছে ফুটবলার, ব্যবসায়ী অথবা কোনও অভিনেতার সঙ্গে রাত কাটানোর। Photo Source: Collected