TRENDING:

Portugal Labour Law: অফিস ছুটি হওয়ার পর বস আর ফোন করতে পারবে না! শ্রমিক আইনে নতুন নিয়ম 'এই' দেশে

Last Updated:
Portugal Labour Act: অফিস ছুটির পর বস আর কোনও মেসেজ বা ফোন করতে পারবে না।
advertisement
1/5
অফিস ছুটি হওয়ার পর বস আর ফোন করতে পারবে না! শ্রমিক আইনে নতুন নিয়ম
কাজের শেষ নেই। অনেকেই বলেন এমন কথা। সারাদিন কাজ আর কাজ! কর্পোরেটঃএর জাঁতাকলে হাঁফিয়ে ওঠেন অনেকে। তবে পর্তুগালে এবার আর বেশি কাজ করার জন্য আফসোস করতে হবে না।
advertisement
2/5
পর্তুগালের শ্রমিক আইনে বেশ কিছু বদল করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, অফিস আওয়ার শেষের পর বস কোনও কর্মীকে ফোন বা মেসেজ করতে পারবে না। ভাবছেন, এমন নিয়ম এদেশে কবে হবে!
advertisement
3/5
করোনার জন্য কাজের ধরণ বদলেছে। বহু সংস্থার কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম-এ অভ্যস্ত হয়েছেন। বাড়িই এখন অফিস। তবে এমন পরিস্থিতিতে সুবিধা ও অসুবিধা দুই-ই রয়েছে। অনেক সময় অফিসের বস আট বা নয় ঘণ্টার বদলে আরও বেশি সময় কাজ করার জন্য চাপ দেন কর্মীদের উপর। পর্তুগালে এবার আর সেটা চলবে না।
advertisement
4/5
ঘুম থেকে উঠেই ল্যাপটপের সামনে! ঘুমোতে যাওয়া পর্যন্ত কাজ। ওয়ার্ক ফ্রম হোম হলেও অনেক কর্মী হাঁফিয়ে উঠছেন। আর কর্মীদের মানসিক চাপের কথা ভেবেই পর্তুগাল সরকার শ্রমিক আইনে বদল এনেছে। অফিসর নির্ধারিত সময়ের পর আর কোনও বস কর্মীদের ফোন করতে পারবেন না।
advertisement
5/5
পর্তুগালে কর্মীদের জন্য এই নতুন নিয়মের খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পর্তুগাল সরকারকে বাহবা দিচ্ছেন অন্য অনেক দেশের বিভিন্ন সংস্থায় কাজ করা কর্মীরা।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Portugal Labour Law: অফিস ছুটি হওয়ার পর বস আর ফোন করতে পারবে না! শ্রমিক আইনে নতুন নিয়ম 'এই' দেশে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল