TRENDING:

Happy Bride and Groom: বিয়ের আনন্দে ‘মস্ত’, নতুন বর-বউ, এদিকে বিয়ের পাওনা ৩৯ লক্ষ টাকা সাফ করে দিল ...

Last Updated:
Happy Bride and Groom: ওয়েটার জানত উপহারের বাক্সগুলি কোথায় রাখা হয়েছে। সে আরও জানত কোন কোন কোণে সিসিটিভি ক্যামেরা নেই পাশাপাশি সে এটাও ঠিক করে রেখেছিল আসল পদক্ষেপ নেওয়ার সময় ঠিক কখন। তাই সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই লি দুটি বাক্সই নিয়ে অদৃশ্য হয়ে গেল।
advertisement
1/5
বিয়ের আনন্দে ‘মস্ত’, নতুন বর-বউ, এদিকে বিয়ের পাওনা ৩৯ লক্ষ টাকা সাফ করে দিল ...
Ajab Gajab News: সিঙ্গাপুরে এক জাঁকজমকপূর্ণ বিয়েতে সবকিছুই ছিল - রঙ, জাঁকজমক এবং মিষ্টি। বর এবং কনে তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলি উপভোগ করছিলেন। অতিথিরা সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। বিয়েতে বাজানো সঙ্গীতের তালে তালে অতিথিরা নাচছিলেন। কিন্তু ঠিক সেই সময়ে যখন সকলের চোখ মঞ্চের দিকে, তখন একজন ওয়েটার লাল খামে ভরা একটি বাক্স নিয়ে চুপিসারে অদৃশ্য হয়ে গেল। Photo- Representative
advertisement
2/5
এটা কোন সাধারণ চুরি ছিল না। ওই বাক্সে প্রায় ৫০,০০০ সিঙ্গাপুরি ডলার (৩৯ লক্ষ টাকা) মূল্যের নগদ অর্থাৎ বিয়েতে পাওয়া লাল খাম ছিল। চোরটি বাইরের কেউ ছিল না আগে একই হোটেলে ওয়েটারের কাজ করত। তার নাম ছিল লি ই ওয়েই। Photo- Representative
advertisement
3/5
ওয়েটার জানত উপহারের বাক্সগুলি কোথায় রাখা হয়েছে। সে আরও জানত কোন কোন কোণে সিসিটিভি ক্যামেরা নেই পাশাপাশি সে এটাও ঠিক করে রেখেছিল আসল পদক্ষেপ নেওয়ার সময় ঠিক কখন। তাই সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই লি দুটি বাক্সই নিয়ে অদৃশ্য হয়ে গেল। Photo- Representative
advertisement
4/5
জুয়ায় সব টাকা খুইয়েছেচুরির পরপরই, লি প্রথমে কিছু পোশাক কিনেছিল। সে স্টাইলিশ দেখাতে চেয়েছিল। তারপর সে তার আসল শখ, অনলাইন জুয়ার নেশায় টাকা লাগায়। মাত্র চার ঘণ্টার মধ্যে সে ১২,২০০ ডলার খুইয়ে বসে৷ এরপর তিন দিনে ১৯৫ বার বাজি ধরল। পুলিশ যখন তাকে ধরে  ততক্ষণে সমস্ত টাকা গায়েব হয়ে যায়৷  তার কাছে মাত্র ৩,০০০ ডলার অবশিষ্ট ছিল। Photo- Representative
advertisement
5/5
বর-কনের কী হবে?বিয়ের পর যখন উপহারের গণনা শুরু হলো, তখন দুটি বাক্স হারিয়ে গেল। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনও আত্মীয় সেগুলি নিরাপদে রাখার জন্য নিয়ে গেছে। কিন্তু যখন বিষয়টি পুলিশের কাছে পৌঁছায়, তখন সিসিটিভির মাধ্যমে লির অন্ধকার রহস্য উন্মোচিত হয়। এখন আদালত লিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে এবং সমস্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। যদি টাকা পরিশোধ না করা হয়, তাহলে লি'র জন্য অতিরিক্ত ১০০ দিনের জেল অপেক্ষা করছে। Photo- Representative
বাংলা খবর/ছবি/বিদেশ/
Happy Bride and Groom: বিয়ের আনন্দে ‘মস্ত’, নতুন বর-বউ, এদিকে বিয়ের পাওনা ৩৯ লক্ষ টাকা সাফ করে দিল ...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল