TRENDING:

Bomb Blast: আর একটু হলেই উড়ে যেত জার্মানির গোটা শহর! তিন-তিনটি বিরাট বোমা, কিছুক্ষণের মধ্যেই ভুতুড়ে শহর হয়ে গেল কোলন

Last Updated:
Bomb Blast: পাবলিক ব্রডকাস্টার ওয়েস্টডয়েচার রান্ডফাঙ্ক (WDR) জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দল ২০ টনের এবং ১০ টনের দুটি বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। বোমাগুলো 'ইমপ্যাক্ট ফিউজ' দিয়ে সজ্জিত।
advertisement
1/7
আর একটু হলেই উড়ে যেত জার্মানির গোটা শহর! তিন-তিনটি বিরাট বোমা, কিছুক্ষণের মধ্যেই যা হল...
জার্মানির কোলন শহরের ডিউটজ জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের তিনটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। এই অবস্থায় বুধবার শহরের প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।
advertisement
2/7
পাবলিক ব্রডকাস্টার ওয়েস্টডয়েচার রান্ডফাঙ্ক (WDR) জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দল ২০ টনের এবং ১০ টনের দুটি বোমা নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। বোমাগুলো 'ইমপ্যাক্ট ফিউজ' দিয়ে সজ্জিত।
advertisement
3/7
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, শহর থেকে লোকজনকে সরানোর প্রচেষ্টার মধ্যে ৫৮টি হোটেল, প্রধান জাদুঘর, স্কুল, কিন্ডারগার্টেন এবং সরকারি ভবন বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
4/7
সেই সঙ্গে রাইন নদীর উপর অবস্থিত হোহেনজোলার্ন, ডিউটজ এবং সেভেরিনস সেতুগুলো এবং একটি ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
5/7
কোলন শহর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, স্থানীয় সময় সকাল ৮টা থেকে লোকজনকে সরানো হচ্ছে। যারা এটি মেনে চলতে অস্বীকৃতি জানাবে, তাদের পুলিশ জোর করে সরিয়ে দিতে পারে। তবে বোমা নিষ্ক্রিয় করার সঠিক সময় এখনও অনিশ্চিত।
advertisement
6/7
বৃহস্পতিবার বিকেল থেকেই বোমা নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞরা অভিযানের প্রস্তুতি শুরু করেন। বোমা পাওয়া কোলন শহরের ডয়ট্জ এলাকার চারপাশে প্রায় এক হাজার বর্গমিটার এলাকাজুড়ে ‘স্পারজোন’ বা চলাচল নিষিদ্ধ এলাকা তৈরি করা হয়। ওই এলাকায় বসবাসকারী সব বাসিন্দাকে তাঁদের বাড়িঘর ছেড়ে বন্ধু, আত্মীয় বা শহর কর্তৃপক্ষের নির্ধারিত আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়।
advertisement
7/7
এসব অঞ্চলের মধ্যে ছিল কোলনের পুরোনো শহরাংশ, কয়েকটি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, ডে-কেয়ার সেন্টার এবং প্রায় ৬০টি হোটেল। দুপুরের পর শহরের প্রশাসনিক কর্মকর্তারা ওই এলাকায় ঘুরে ঘুরে সবাইকে সরিয়ে নিতে সাহায্য করেন। এলাকা জনশূন্য হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ শুরু করে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bomb Blast: আর একটু হলেই উড়ে যেত জার্মানির গোটা শহর! তিন-তিনটি বিরাট বোমা, কিছুক্ষণের মধ্যেই ভুতুড়ে শহর হয়ে গেল কোলন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল