ভয়ঙ্কর! ইতিহাসে সবচেয়ে বড় ‘ব্ল্যাক হোল’ সংঘর্ষ ঘটে গেল, শুনলেন বিজ্ঞানীরা
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
আজও মহাজাগতিক ক্ষেত্রের সবচেয়ে রহস্যজনক ঘটনা সম্ভবত লুকিয়ে রয়েছে ব্ল্যাক হোল–এর অন্দরে।
advertisement
1/5

• কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল হল সেই অংশ যেখানে আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না, কারণ, এর বিপুল ঘণত্ব যে আকর্ষণ তৈরি করে যা আলোকে টেনে নেয়। ফলে এক গভীর শূন্য তৈরি হয় সেখানে। সেই দুটি বড় ব্ল্যাক হোলের সংঘর্ষ হয়েছে। তৈরি হয়েছে নতুন একটি বড় ব্ল্যাক হোল। সেই সিগন্যাল এসে পৌঁছেছে বিজ্ঞানীদের কাছে।
advertisement
2/5
• তাঁরা বলেছেন, বিগ ব্যাং, অর্থাৎ যে ঘটনা থেকে সৌরজগত তৈরি হয়েছিল বলে মনে করা হয়, সেই মহাজাগতিক ঘটনার থেকেও এই সংঘর্ষ নাকি আকারে বড়।
advertisement
3/5
• আকারে কতটা বড়? বিজ্ঞানীরা বলছেন, একটির আকার সূর্যের আকারের ৬৬ গুণ বড়, আরও একটির আকার সূর্যের তুলনায় প্রায় ৮৫ গুণ বড়। এই দুই ব্ল্যাক হোলের সংঘর্ষে তৈরি হয়েছে নতুন একটি ব্ল্যাক হোল।
advertisement
4/5
• এই ধরনের সংঘর্ষের ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। যা গ্র্যাভিটেশনল ওয়েভ হিসাবে আলোর গতিতে ধাবিত হয়। লিগো ও ভার্গো নামে দুটি ডিটেক্টরের মাধ্যমে ইউরোপ ও রাশিয়ার বিজ্ঞানীরা এই ওয়েভ ধরতে পেরেছেন।
advertisement
5/5
• যেহেতু অডিও হিসাবে এই ওয়েব বিজ্ঞানীদের কাছে ধরা দেয়, তাই তাঁরা এটির আসল সংঘর্ষের শব্দ শুনতে পেয়েছেন। যা এককথায় অভূতপূর্ব। এর এটির সময়সীমা ছিল এক সেকেন্ডের ১০ ভাগের এক ভাগ।