Big Fish: ২০০ কেজি! বড়শিতে পড়ল প্রবল টান, নৌকায় তুলতেই এ কী জিনিস! চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Big Fish: এক সপ্তাহের মধ্যে এমন আকারের দুটি মাছ ধরা পড়ায় উচ্ছ্বসিত ওই অঞ্চলের মৎস্যজীবীরা।
advertisement
1/5

বড়শিতে ধরা পড়ল বিরাট ওজনের (Big Fish) শাপলাপাতা মাছ। চট্টগ্রামে বঙ্গোপসাগরের উপকূলে প্রায় ২০০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। সোমবার সকালে এই মাছটি নৌকা থেকে নামানো হলেই রীতিমতো শোরগোল পড়ে যায়।
advertisement
2/5
গত বুধবারও ওই অঞ্চল থেকে একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছিল। জানা গিয়েছে, রবিবার রাতে বঙ্গোপসাগরে দিল মোহাম্মদ নামের এক জেলের বড়শিতে ধরা পড়ে মাছটি। এরপর তড়িঘড়ি তা উপকূলে নিয়ে আসা হয়।
advertisement
3/5
এক সপ্তাহের মধ্যে এমন আকারের দুটি মাছ ধরা পড়ায় উচ্ছ্বসিত ওই অঞ্চলের মৎস্যজীবীরা। এর আগে এত পরপর দুটি এমন আকারের মাছ কখনও ধরা পড়েনি।
advertisement
4/5
শাপলাপাতা মাছের ১৬টির মতো প্রজাতি আছে। বাংলাদেশে যে ৮ থেকে ১০ প্রজাতির শাপলাপাতা মাছ পাওয়া যায়, তার মধ্যে ২টি প্রজাতি রীতিমতো সংকটাপন্ন। পিতাম্বরী বা নাঙলা ও ঘণ্টি শাপলাপাতা মাছকে মহাসংকটাপন্ন বলে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে।
advertisement
5/5
এছাড়া, পান্না, শিংচোয়াইন ও ঠোট্টা ঘাপরি শাপলাপাতা মাছকে সংকটাপন্ন হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, সোমবার ধরা পড়া মাছটি কত টাকায় বিক্রি হয়েছে, তা অবশ্য জানা যায়নি।