advertisement
1/4

তাঁর বয়স এখন ২২ ৷ যখন তিনি ১১-র ছিলেন তখন শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছিল তাঁকে ৷ সেই থেকেই আত্মরক্ষার পথ খুঁজছিলেন এই সুন্দরী ৷ সেই সময় যদি নিজেকে তৈরি রাখতাম তাহলে হয়ত আমার ওপর এই বীভৎস ঘটনার প্রভাব পড়ত না ৷ নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হতাম ৷ বলছেন ব্রিটেনের সেনসেশনল প্যাজেন্টের অধিকারী এমিলি ওয়াইজ ৷ Photo Courtesy: Emily Wise Facebook Page
advertisement
2/4
সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতেছেন সেরার খেতাব ৷ সকলে তাঁকে ব্রিটেনের সেরা সুন্দরী হিসেবেই চেনেন ৷ কিন্তু তিনি যে বক্সিং-এর পাঠ নিয়েছেন সেটা খুব কম সংখ্যক লোকই জানেন ৷ আত্মরক্ষার জন্যই শুধুমাত্র তাঁর বক্সিং শেখা, বলছেন সুন্দরী ৷ এর ফলে আমি নিজেকে বেশ শক্তিশালী অনুভব করছি ৷ অপ্রস্তুত সময়ও বক্সিং ট্রেনিং আমায় সাহস যোগাচ্ছে, অকপট এমিলি ওয়াইজ ৷ Photo Courtesy: Emily Wise Facebook Page
advertisement
3/4
যে কোন খারাপ পরিস্থিতি থেকে নিজেদেরই বাঁচাতে হবে ৷ বলছেন তিনি ৷ তাই সব মেয়েদেরই আত্মরক্ষার পাঠ নেওয়ার পক্ষে সওয়াল করছেন এমিলি ৷ Photo Courtesy: Emily Wise Facebook Page
advertisement
4/4
যদিও কিছুদিনের জন্য তাঁর এই পাঠ বন্ধ থাকবে ৷ কারণ এবার তিনি লড়বেন ইয়ং মিস ইউরোপিয়ান ইন্টারন্যাশনলের জন্য ৷ এরপর আরও অনেক ধাপ বাকি রয়েছে ৷ তবে নিজেকে শারীরিকভাবে সর্বদা তৈরির যে সপথ তিনি নিয়েছেন সেটা কখনই ছাড়বেন না বলেই জানিয়েছেন এক সন্তানের মা, এমিলি ৷ Photo Courtesy: Emily Wise Facebook Page