BAPS Temple in UAE : আগামিকাল প্রধানমন্ত্রীর হাতে আবুধাবিতে উদ্বোধন পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ মন্দিরের, বৃষ্টির মাঝেই হল কল্যাণযজ্ঞ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
BAPS Temple in UAE : বিএপিএস হিন্দু মন্দিরের ঐতিহাসিক উদ্বোধনের আগে মরুশহরে এখন সাজো সাজো রব।
advertisement
1/10

আগামিকাল, বুধবার পশ্চিম এশিয়ার সবথেকে বড় মন্দিরের উদ্বোধন হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে। বিএপিএস হিন্দু মন্দিরের ঐতিহাসিক উদ্বোধনের আগে মরুশহরে এখন সাজো সাজো রব।
advertisement
2/10
১৪ ফেব্রুয়ারি এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উদ্বোধন উপলক্ষে রবিবার বিএপিএস হিন্দু মন্দিরে মঙ্গলদায়ক যজ্ঞের আয়োজন করা হয়। বিশ্ব জুড়ে সম্প্রীতির জন্য বৈদিক প্রার্থনায় অংশ নেন ৯৮০ জনেরও বেশি মানুষ।
advertisement
3/10
আবুধাবিতে বিএপিএস হিন্দু মন্দিরের ঐতিহাসিক উদ্বোধনের স্মরণে আয়োজিত সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধ্যাত্মিক ঐক্যের উদযাপন 'সম্প্রীতির উৎসব'-এর অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
4/10
বিশ্বজুড়ে সবার শান্তি, সম্প্রীতি এবং মঙ্গল ও সাফল্যের জন্য প্রার্থনা করার জন্য গণ্যমান্য ব্যক্তি, আধ্যাত্মিক নেতা এবং সম্প্রদায়ের সদস্যদের একত্রিত করেছিল।
advertisement
5/10
সাতজন বিশেষজ্ঞ পুরোহিত প্রাচীন আনুষ্ঠানিক অনুষ্ঠান পরিচালনার জন্য ভারত থেকে ভ্রমণ গিয়েছিলেন।
advertisement
6/10
পরম পবিত্র মহন্ত স্বামী মহারাজের পরিচালনায় মন্দির প্রকল্পের নেতৃত্বদানকারী স্বামী ব্রহ্মবিহরিদাস ব্যাখ্যা করেছিলেন, "এই তাত্পর্যপূর্ণ যজ্ঞ ভারতের বাইরে খুব কমই ঘটে। এই উপলক্ষটি মন্দিরের বিশ্বব্যাপী ঐক্যের বার্তার প্রতি শ্রদ্ধা নিবেদনের নিখুঁত উপায় হিসাবে কাজ করেছে।’’
advertisement
7/10
যজ্ঞের শুভ শিখা অন্ধকার দূরীকরণ এবং আধ্যাত্মিক জ্ঞানের উত্থানের প্রতীক। বৃষ্টির আকাশের বিরল পটভূমির মধ্যে এটি একটি দুর্দান্ত দৃশ্য ছিল যা প্রকৃতির পাঁচটি উপাদানকে একত্রিত করে দেখায়।
advertisement
8/10
বৃষ্টি ভেজা আবহাওয়া সত্ত্বেও, এই উদ্যোগে অংশগ্রহণকারীদের আনন্দ উদ্দীপনা ছিল তুঙ্গে। লন্ডন থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে আসা ৭০ বছর বয়সী ভক্ত জয়শ্রী ইনামদার বলেন, ‘‘বৃষ্টি ঐতিহাসিক ঘটনাটিকে আরও স্মরণীয় এবং উপভোগ্য করে তুলেছে। আমার জীবদ্দশায় আমি কখনও বৃষ্টিতে যজ্ঞ হতে দেখিনি! বিশেষ করে শুভ লাগছিল।’’
advertisement
9/10
সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবির কাছে অবস্থিত আবু মুরেইখা এলাকায় তৈরি হয়েছে বিএপিএস-এর এই হিন্দু মন্দির। ভারতের বাইরে যে সকল মন্দির রয়েছে, সেগুলির মধ্যে সর্ববৃহৎ হল এটি।
advertisement
10/10
১৪ ফেব্রুয়ারি উদ্বোধন হলেও মন্দিরের দ্বার জনসাধারণের জন্য খুলে যাবে মন্দিরের দ্বার। তীব্র ভূমিকম্পেও অক্ষত থাকবে এই মন্দির।