Largest Temple in USA: ১৮৩ একর জমিতে তৈরি হয়েছে ১২ বছর ধরে, কিছু দিন পরই উদ্বোধন আমেরিকার বৃহত্তম মন্দিরের, দেখুন ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Largest Temple in USA: ভারতীয় সঙ্গীতকলার বিভিন্ন বাদ্যযন্ত্রের ১০ হাজারের বেশি ভাস্কর্য সেখানে শোভার অনুষঙ্গ
advertisement
1/7

মার্কিন ভূখণ্ডের বৃহত্তম মন্দিরের দ্বার উন্মোচন হতে চলেছে আগামী মাসে৷ নিউজার্সিতে টাইম স্কোয়ারের ৯০ কিমি দক্ষিণে তৈরি হয়েছে ‘বিএপিএস স্বামীনারায়ণ অক্ষরধাম৷’ আগামী ৮ অক্টোবর সর্বসাধারণের জন্য খুলে যাবে মন্দিরের দ্বার৷
advertisement
2/7
১৮৩ একর জমির উপর এই সুবিশাল মন্দিরটি তৈরি হয়েছে ১২ বছর ধরে৷ নিউ জার্সির রবিন্সভিল টাউনশিপে দাঁড়িয়ে থাকা এই মন্দিরকে বলা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির৷
advertisement
3/7
এখনও পর্যন্ত বিশ্বের বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আঙ্কোরভাট৷ ৫০০ একর জমি জুড়ে বিস্তৃত ঐতিহাসিক এই স্মারক ইউনেস্কো-র হেরিটেজ সাইটের তালিকায় স্থান পেয়েছে৷
advertisement
4/7
দিল্লির অক্ষরধাম মন্দির নির্মিত ১০০ একরের বেশি জমির উপর তৈরি৷
advertisement
5/7
আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের স্থাপত্যের নকশা করা হয়েছে সনাতনী রীতিনীতি অনুসরণ করে৷ ভারতীয় সঙ্গীতকলার বিভিন্ন বাদ্যযন্ত্রের ১০ হাজারের বেশি ভাস্কর্য সেখানে শোভার অনুষঙ্গ৷
advertisement
6/7
চুনাপাথর, গ্রানাইট, গোলাপি বেলেপাথর, মার্বেল মিলিয়ে প্রায় ২ মিলিয়ন ঘন ফুট পাথর দরকার হয়েছে এই মন্দির নির্মাণে৷ ভারত, তুরস্ক, গ্রিস, ইতালি, চিন-সহ বিশ্বের নানা দেশ থেকে পাথর নিয়ে যাওয়া হয়েছে সেখানে৷
advertisement
7/7
ভারতীয় রীতি অনুযায়ী ধাপকুয়োও তৈরি করা হয়েছে এই মন্দিরে৷ তার নাম ‘ব্রহ্ম কুণ্ড’৷ বিশ্বের তিন শতাধিক পুণ্যস্থান থেকে জল সংগ্রহ করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে৷